TRENDING:

বাড়িতে বানান লখনউ গলৌটি কাবাব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাবাব শুধু মুখে খাওয়ার জন্য স্টার্টার হিসেবেই জনপ্রিয়৷ কিন্তু লখনউ-এর স্পেশাল গলৌটি কাবাব এমনই এক খাবার সঙ্গে পরোটার যোগ্য সঙ্গত মাস্ট৷ আজ শিখে নিন সেই গলৌটি কাবাবের রেসিপি৷
advertisement

কী কী লাগবে

মাটন কিমা-আধ কেজি

নুন-আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ

কাবাব চিনি পাউডার-আধ চা চামচ

কাঁচা পেঁপে বাটা-১ চা চামচ

গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ

আদা, রসুন বাটা-১ চা চামচ

কেসর দেওয়া হালকা গরম দুধ-আধ চা চামচ

বাদামি করে ভাজা পেঁয়াজ গুঁড়ো-১ চা চামচ

ধনেপাতা কুচি-১ চা চামচ

advertisement

বেসন-১ চা চামচ

দেশি ঘি-২ চা চামচ

গোলপ জল-১ চা চামচ

আতর-১ ফোঁটা

কীভাবে বাানবেন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কিমার সঙ্গে নুন, লঙ্কা গুঁড়ো, কাবাব চিনি, পেঁপে বাটা, গরম মশলা গুঁড়ো, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, কেসর, দেশি ঘি, গোলপ জল ও আতর মেশান একসঙ্গে৷ সবকিছু একসঙ্গে ভাল করে মিশিয়ে মিশ্রণ থেকে সমান মারে ভাগ করে হাতের চাপে চ্যাপ্টা কাবাব গড়ে নিন৷ প্যানে ১ চা চামচ ঘি গরম করুন৷ কাবাব দিয়ে উল্টে পাল্টে ভাল করে ভেজে নিন৷ পরোটার সঙ্গে খান গলৌটি কাবাব৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
বাড়িতে বানান লখনউ গলৌটি কাবাব