TRENDING:

ক্রিসমাসে শিখে নিন স্পেশাল এগনগ রেসিপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রিসমাসে মানেই যেই ট্রাডিশনাল খাবারগুলো চোখের সামনে ফুটে ওঠে তার মধ্যে অন্যতম এগনগ৷ এমন দিনে তাই শিখে নিন এগনগের রেসিপি৷
advertisement

কী কী লাগবে

ডিম-৬টা

দুধ-২৫০ মিলি

চিনি-৩/৪ কাপ

বুর্বন-৩/৪ কাপ

স্পাইসড রাম-৩/৪ কাপ

হেভি ক্রিম-১ পিন্ট

কেয়ন পেপার পাউডার-১ চা চামচ

নাটমেগ গুঁড়ো-১ চা চামচ

দারচিনি-আধ চা চামচ

কীভাবে বানাবেন

ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন৷ একটা বড় বাটিতে ডিমের কুসুমের সঙ্গে আধ কাপ চিনি ফেটিয়ে নিন৷ দুধ এর সঙ্গে হেভি ক্রিম, বুর্বন, স্পাইসড রাম ও কেয়েন পেপার পাউডার মিশিয়ে নিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এবার ডিমের সাদা অংশের সঙ্গে সিকি কাপ চিনি ভাল করে ফেটিয়ে নিয়ে হেভি ক্রিম দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এর মধ্যে নাটমেগ, দারচিনি ও বাকি কেয়েন পেপার মেশান৷ এগ হোয়াইটের মিশ্রণ দুধ, হেভি ক্রিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন ভাল করে৷ গ্লাসে ঢেলে ওপরে কেয়েন পেপার, নাটমেগ ছড়িয়ে দিন৷ সব শেষে চামচে করে উপরে দিন এগনগ৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
ক্রিসমাসে শিখে নিন স্পেশাল এগনগ রেসিপি