কী কী লাগবে
কাঁকাড়া-৪টে (পরিষ্কার করে ধুয়ে নিন)
পেঁয়াজ-১টা বড়
আদা-১ ইঞ্চি
রসুন-১,২ কোয়া
লাল লঙ্কা-২টো
দারচিনি-১ ইঞ্চি
ছোট এলাচ-১টা
পোস্ত-২ টেবল চামচ
ধনে গুঁড়ো-২ টেবল চামচ
গোটা গোলমরিচ-৮টা
এই সব মশলা একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন
আলু-৪টো বড় (ভাজা)
পেঁয়াজ-১টা কুচনো
তেজপাতা-২টো
সর্ষের তেল-৪ চামচ
বড় এলাচ-২টো
advertisement
লবঙ্গ-৪টে
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নারকেলের দুধ-১ বাটি
নুন-স্বাদমতো
কীভাবে বানাবেন
কাঁকড়া ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন৷ কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ দিয়ে বাদামি করে ভেজে নিন৷ এবার বাটা মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন৷ ভাজা আলু ও কাঁকড়া দিয়ে ১০ মিনিট নাড়ুন৷ এবার নারকেলের দুধ দিয়ে চাপা দিয়ে ১০ মিনিট রাখুন৷ সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নিন৷
advertisement
Location :
First Published :
March 07, 2019 8:54 PM IST