কী কী লাগবে
ইন্সট্যান্ট কফি পাউডার-৩ চা চামচ
দুধ-আধ লিটার
কনডেন্সড মিল্ক-৪ টেবল চামচ
জেলাটিন-২ টেবল চামচ
কর্ন ফ্লাওয়ার-১ টেবল চামচ
ফ্রেশ ক্রিম-৪ টেবল চামচ
চকোলেট সস-গার্নিশের জন্য
চকোলেট শেভিং-গার্নিশের জন্য
কীভাবে বানাবেন
ইন্সট্যান্ট কফি পাউডার ৩ টেবল চামচ জল দিয়ে গুলে নিন৷ জেলাটিন ৫ টেবল চামচ জলে গুলে নিন৷ কর্ন ফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে নিন৷ দুধ ফোটাতে থাকুন৷ ফোটানো দুধে কনডেন্সড মিল্ক দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এবার জেলাটিন দিয়ে দিন দুধে৷ কফি পাউডার গোলা দুধে মিশিয়ে নিন৷ কর্ন ফ্লাওয়ার গোলা এবার দুধে দিয়ে ভাল করে মিশিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে আঁচ বন্ধ করুন৷ পুডিং জমানোর মোল্ডে ঢেলে ফ্রিজে রাখুন৷ জমে গেলে মোল্ড থেকে বের করে ওপরে চকোলেট সস ও চকোলেট শেভিং দিয়ে পরিবেশন করুন৷
advertisement
Location :
First Published :
April 10, 2019 3:57 PM IST