TRENDING:

রেস্তোরাঁর মতো বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটোর রেসিপি শিখে নিন আজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরমে তেল-মশলা বেশি না খেয়ে হালকা, সিদ্ধ খাবার খাওয়াই ভাল৷ এতে শরীর ভাল থাকে৷ আজে শিখে নিন বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটো রেসিপি৷
advertisement

কী কী লাগবে

চিকেন ব্রেস্ট-৪টে

মাখন-২ টেবল চামচ

আলু-৭০০ গ্রাম

হুইপড ক্রিম-১৫০ গ্রাম

বেকন-৬০ গ্রাম

পেঁয়াজকলি-২টো

সবুজ বিনস-৫০০ গ্রাম

রেড চিলি পেপার-১ চা চামচ

নুন ও গোলমরিচ-স্বাদ মতো

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আলু খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিয়ে গরম জলে নুন দিয়ে ২৫ মিনিট সিদ্ধ করুন৷ বিনস কেটে ফুটন্ত জলে নুন দিয়ে ১০ মিনিট সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন৷ চিকেন নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে প্যানে মাখন গরম করে দুপিঠ বাদামি করে হালকা ভেজে নিন৷ তারপর ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে ১০ মিনিট বেক করুন৷ লঙ্কা থেকে বীজ বের করে নিন কুচিয়ে নিন৷ পেঁয়াজকলি কুচিয়ে নিন৷ প্যানে মাখন দিয়ে নেড়ে নিন৷ আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে গলানো মাখন, ক্রিম, নুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে৷ প্লেটে চিকেন রেখে পাশে ম্যাশড পটেটো, বিনস, পেঁয়াকজলি সাজিয়ে পরিবেশন করুন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
রেস্তোরাঁর মতো বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটোর রেসিপি শিখে নিন আজ