TRENDING:

ছুটির দিনে ব্রেকফাস্টে খান ডিমের পরোটা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সপ্তাহান্তে একটু জমিয়ে ব্রেকফাস্ট করতে ইচ্ছা হয় সকলেরই৷ শিখে নিন ডিমের পরোটা৷ রবিবারের ব্রেকফাস্টের জন্য আদর্শ৷
advertisement

কী কী লাগবে

ময়দা বা আটা-আধ কাপ

গরম জল-প্রয়োজন মতো

তেল-১ চা চামচ

ডিম-২টো

পেঁয়াজ-১টা ছোট কুচনো

কাঁচালঙ্কা-১টা কুচনো

গোলমরিচ গুঁড়ো-১ চিমটি

হলুদ গুঁড়ো-১ চিমটি

নুন-স্বাদ মতো

ধনেপাতা কুচি-১ টেবল চামচ

ক্যাপসিকাম ও গাজর গ্রেট করা-২,৩ টেবল চামচ

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ডিম, সব সব্জি, নুন, গোলমরিচ, হলুদ একসঙ্গে ফেটিয়ে নিন৷ আটা বা ময়দা গরম জল ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঠেসে মেখে নিন৷ ২০ মিনিট রেখে দিন৷ পরোটা বেলে নিন৷ পরোটা সেঁকে নিয়ে তাওয়া থেকে তুলে নিন৷ খুন্তি দিয়ে একপিঠ খুঁচিয়ে তুলে নিয়ে ভিতরে ফেটানো ডিম ভরে দিন৷ এবার তাওয়ায় ঘি বা তেল দিয়ে দুপিঠ উল্টেপাল্টে ভেজে নিন৷ খেয়াল রাখবেন ভিতরের ডিম যেন পুরোপুরি রান্না হয়৷ পরোটাও সোনালি করা ভাজা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
ছুটির দিনে ব্রেকফাস্টে খান ডিমের পরোটা