কী কী লাগবে
চিংড়ি-২৫০ গ্রাম (ভাল করে ধুয়ে খোসা ছাড়ানো)
কালো সর্ষে-১ টেবল চামচ
সাদা সর্ষে-১ টেবল চামচ
রসুন-১ চা চামচ থেঁতো করা
নারকেল কোরা-আধ কাপ
পেঁপের বীজ বাটা-২ টেবল চামচ
কাঁচা আম-১টা
কাঁচা লঙ্কা-৩,৪টে চেরা
লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
সর্ষের তেল-৪ টেবল চামচ
advertisement
নুন ও চিন-স্বাদ মতো
কীভাবে বানাবেন
সর্ষে, রসুন, কাঁচালঙ্কা, নারকেল, পেঁপের দানা ও নুন একসঙ্গে বেটে রাখুন৷ চিংড়ি নুন ও হলুদ মাখিয়ে রাখুন৷ প্যানে ৩ টেবল চামচ তেল গরম করুন৷ চিংড়ি ও কয়েকটা কাঁচা লঙ্কা দিন৷ সোনালি করে ভেজে নিন৷ আম দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ এবার বাটা মশলা দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিন স্বাদ মতো৷ একদম হালকা আঁচে রাখুন যতক্ষণ না তেল ছাড়ছে৷ উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন৷
advertisement
Location :
First Published :
April 16, 2019 8:33 PM IST