TRENDING:

বর্ষবরণে বাড়িতেই বানিয়ে ফেলুন গরমাগরম চিকেন তন্দুরি

Last Updated:

গ্রিল বা বারবিকিউ করার অনুষঙ্গ হাতের কাছে না থাকলে উনুন বা গ্যাসেই বানিয়ে ফেলুন মজার তন্দুরি চিকেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করে ফেলুন বাড়িতেই। গ্রিল বা বারবিকিউ করার অনুষঙ্গ হাতের কাছে না থাকলে উনুন বা গ্যাসেই বানিয়ে ফেলুন মজার তন্দুরি চিকেন। লকডাউনে কমবেশি সকলেরই রান্নার হাত একটু পেকেছে। বিরিয়ানি থেকে চাঁপ সব কিছু বাড়িতে বানিয়ে বন্ধুমহলে শেফ উপাধিও পেয়েছেন। বছরের শেষ দিন এই স্পেশাল স্কিলটা আরও একবার ঝালিয়ে নিন৷ জেনে নিন কীভাবে বানাবেন।
advertisement

চিকেন ম্যারিনেটের উপকরণ

চিকেন লেগ- ৪ পিস

মরিচের গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ

লবণ- স্বাদ মতো

গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ

টালা জিরার গুঁড়া- ১ চা চামচ

গরম মশলা গুঁড়া- আধা চা চামচ

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

advertisement

লেবুর রস- ২ টেবিল চামচ

টক দই- ৪ টেবিল চামচ

লাল ফুড কালার- সামান্য

তেল- প্রয়োজন মতো

বাটার- ১ চা চামচ

কীভাবে বানাবেন 

চিকেনের লেগ পিসগুলো ছুরি দিয়ে হাড় পর্যন্ত কয়েকটি গভীর আঁচড় দিয়ে নিন যেন মশলা ভেতর পর্যন্ত পৌঁছে। ম্যারিনেটের উপকরণ দিয়ে মুরগির টুকরোগুলো ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন আট ঘণ্টা। তাড়াহুড়া থাকলে অন্তত দুই ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ফ্রিজ থেকে বের করে রুমের তাপমাত্রা আসার জন্য অপেক্ষা করুন। এরপর ২ টেবিল চামচ তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো মেখে নিন।উনুন বা গ্যাসে  ফ্রাইয়িংপ্যান বসিয়ে সামান্য তেল ও মাখন দিয়ে একটি বা দুটি করে মুরগির লেগ ভেজে নিন। প্যান ঢেকে মিডিয়াম লো আঁচে প্রতি সাইড ১০ মিনিট করে ভেজে নিন। এরপর  আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভাজুন। এতে তন্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। স্মোকি ভাব আনতে এক টুকরো কাঠকয়লা  চুলায় দিন। কয়লা গরম হয়ে গেলে তন্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম।

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
বর্ষবরণে বাড়িতেই বানিয়ে ফেলুন গরমাগরম চিকেন তন্দুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল