লাল লহেঙ্গায় সেজেছেন সোনম ৷ বি-টাউনে খবর, সোনমের বিয়ের লাল লহেঙ্গাটির ডিজাইন করেছেন অনামিকা খান্না ৷ আর সঙ্গীতেও অনিতাশ্রফআদাজানিয়া ডিজাইন করা পোশাকই পরেছিলেন সোনম কাপুর ৷
বিয়েতে সোনম কী পরছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল ৷
তবে নিজের বিয়ের পোশাক নিয়ে অতটা চিন্তিত নন বলে জানিয়েছিলেন সোনম। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সোনম জানান, ‘প্রত্যেকটি মেয়েরই তাঁদের বিয়ের পোশাক নিয়ে চিন্তিত হওয়া উচিত নয় কারণ এটার কারণে তাঁদের সুন্দরী দেখায়। এটা দেখার বিষয় নয় তাঁরা কী পরে আছে।’
advertisement
Location :
First Published :
May 08, 2018 12:16 PM IST