আরও পড়ুন: মোদি বিরোধী ঐক্যে শান দিতে যন্তর মন্তরে ধর্না, এবার দিল্লি থেকে আরও সুর চড়াবেন মমতা
সোমবার। সোদপুরের বিলকান্দায় চেয়ার কারখানায় হঠাৎই আগুন। জানলা দিয়ে বেরোতে থাকে কালো ধোঁয়া। আগুনের লেলিহান শিখা গিলতে শুরু করে কারখানাকে।
ভিতরে অন্তত ৬৫ জন শ্রমিক ছিলেন। বাকিরা বেরিয়ে এলেও পাঁচজনের খোঁজ নেই। পরিজনেরা খবর পেয়ে উদ্বেগে ভিড় জমান। চব্বিশ ঘণ্টা ধরে আগুনের সঙ্গে যুদ্ধ চলে দমকলের। নাহ, অপেক্ষা পৌঁছয় হতাশায়। আদৌ বেঁচে আছেন তো প্রিয়জন?
advertisement
আরও পড়ুন: আমেরিকার থেকে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত
কোথায় গেলেন পাঁচজন? কঙ্কালসার কারখানার ভিতর থেকে আদৌ ফিরবেন কেউ? চব্বিশ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এলেও উত্তর পাননি বাড়ির লোক। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোদপুর থানায় অভিযোগ দায়ের করেছে সঞ্জীব পড়িয়ার পরিবার।
Location :
First Published :
February 13, 2019 9:21 AM IST