আমেরিকার থেকে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

Last Updated:

ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে৷ এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে৷

#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত৷ খরচ পড়ছে ৭০০ কোটি টাকা৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অত্যাধুনিক রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও একাধিক ইউরোপিয়ান দেশ ব্যবহার করে৷ সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাইফেল কেনার বিষয়ে চুক্তি করেছে৷ প্রায় ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল খুব শীঘ্রই ভারতকে বিক্রি করবে আমেরিকা৷
আরও পড়ুন: ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচার, গ্রেফতার আরও ১
ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে৷ এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে৷ এই রাইফেলটি প্রচণ্ড শক্তিশালী ও যুদ্ধক্ষেত্রে সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়৷ চলতি মাসের প্রথম দিকেই আমেরিকার সঙ্গে রাইফেল কেনার চুক্তি সেরে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই রাইফেলের বেশির ভাগটাই দেওয়া হবে ৩ হাজার ৬০০ কিমি বিস্ত‌ৃত চিন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে৷
advertisement
২০১৭ সালের অক্টোবর থেকে ভারতীয় সেনা ৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান ও ৪৪ হাজার ৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু করেছে৷ ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৈরি অ্যাসল্ট রাইফেল প্রথমে কেনার কথা ছিল ভারতীয় সেনার৷ কিন্তু সেনা ওই রাইফেল নাকচ করে দেয়৷ আধিকারিকদের বক্তব্য, বিশ্ববাজার থেকে অত্যাধুনিক রাইফেল দরকার৷ ইছাপুরের রাইফেল অত্যাধুনিক নয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকার থেকে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement