প্রশ্ন: ইতিহাস মানেই পড়ুয়াদের মনে একটা ভীতি থাকে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে পড়ুয়ারা কীভাবে তৈরি করবে নিজেদের ?
উত্তর: ভয় পাওয়ার কিছুই নেই ৷ আজকাল ৯০ শতাংশ নম্বর হেসেখেলেই পাওয়া যায় ৷ কারণ প্রচুর মাল্টিপেল চয়েস প্রশ্ন রয়েছে, এসএকিউ ৷ ভাল করে টেক্সট বুক পড়লেই ৭০ থেকে ৭৫ নম্বর পাওয়া কোনও ব্যাপার নয় ৷
advertisement
প্রশ্ন: তারিখ, সাল মনে রাখতে গিয়ে সমস্যায় পড়েন পড়ুয়ারা, সেটার সমাধান কি ?
উত্তর: সিলেবাস অনেক ভাল হয়েছে ৷ শুধু তারিখ, ডেটই নয় ৷ মডার্ন দৃষ্টিকোণটাই বদলে গিয়েছে ৷ তবে, ডেট যে একেবারেই নয় ৷ এমনটা নয় ৷ কিছু কিছু গুরুত্বপূর্ণ তারিখ অবশ্যই মনে রাখতে হয় ৷
প্রশ্ন: একটি মাত্রই ৮ নম্বরের প্রশ্ন আসে ৷ সেক্ষেত্রে প্রশ্নের উত্তর কেমনভাবে লেখা উচিত ?
উত্তর: সূচনা বডি এবং উপসংহার ৷ এভাবেই গুছিয়ে লিখতে হবে ৷ তবে, প্রথম এবং শেষ চ্যাপ্টার থেকে কোনও ৮ নম্বরের প্রশ্ন আসে না ৷
প্রশ্ন: কোন কোন বিষয়ের উপর একটু বেশি জোর দেওয়া উচিত ?
উত্তর: সব বিষয়ই গুরুত্বপূর্ণ ৷ মোটামুটি সামাজিক ইতিহাস, হুতুম প্যাঁচার নকশা, রবীন্দ্রনাথের চিন্তাধারায় বিশ্বভারতী, বঙ্গদর্শন, বিপ্লবী আন্দোলনে মহিলাদের/ছাত্রদের ভূমিকা, রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা ৷
প্রশ্ন: লাস্ট মিনিট টিপস কি ?
উত্তর: ভীষণ ভালভাবে টেক্সট বুক পড়তে হবে ৷ টেস্ট পেপার সলভ করতে হবে ৷ অবজেকটিভ প্রশ্নের উপর বিশেষ নজর রাখা উচিত ৷ যেকোনও বড় প্রশ্নের উত্তর লেখার সময় হেডলাইন এবং সাব হেডলাইন, বুলেট অবশ্যই ব্যবহার করা উচিত ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ সাল, তারিখ এবং ঐতিহাসিকের নামের নীচে অন্য রংয়ের কালি দিয়ে আন্ডারলাইন করা উচিত ৷