TRENDING:

কবে থেকে নাম হল ‘বিশ্ব সঙ্গীত দিবস’, জেনে নিন ইতিহাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরুটা না হয় গানে গানেই করা হোক ! মানে ওই গান ভালোবেসে গান ৷ আর প্রাণে আসুক শান্তি ৷ সঙ্গীতপ্রেমিদের কাছে গানের জন্য আলাদা কোনও দিন বা সময় নেই ৷ বরং গান ২৪ ঘণ্টার ৭ দিনের ৷ তবে যেমন ভালোবাসার জন্য রয়েছে বিশেষ প্রেম দিবস , তেমনি গানের জন্যই বিশেষ দিবস এই বিশ্ব সঙ্গীত দিবস ৷
advertisement

২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সে অর্থে আগামীকাল সঙ্গীতপ্রেমীদের জন্য এক নির্দিষ্ট দিন। এই দিনটি আন্তর্জাতিকভাবে পালনের শুরুটা হয় ফ্রান্সে। ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবের নাম ‘ফেট ডে লা মিউজক’। এর অর্থ বিশ্বজুড়ে সঙ্গীতের দিন। বিশেষ এই মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে ফ্রান্সে পালিত হয় সঙ্গীতবিষয়ক বৈচিত্র্যময় নানা আয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

প্রথম থেকেই আলোচিত এই ফেস্টিভ্যালে অংশ নেবার জন্যে হাজির হতো বহু দেশের অসংখ্য সঙ্গীতজ্ঞ। ১৯৮২ সালেই বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে সমৃদ্ধি লাভ করে। এর এক বছর আগে অর্থাৎ ১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেবার চেষ্টা করেছিলেন।

বাংলা খবর/ খবর/ফিচার/
কবে থেকে নাম হল ‘বিশ্ব সঙ্গীত দিবস’, জেনে নিন ইতিহাস