তরুণকুমার ও উত্তমকুমার অভিনীত ছবি 'সন্ন্যাসী রাজা'র একটি মজার গল্প আছে। 'কাহারবা নয় দাঁদরা বাজাও। শশীকান্ত তুমিই দেখছি আসনটাকে করবে মাটি'-এই গানের শ্যুটিং চলছে। উত্তম গানে লিপ দিচ্ছেন। পাশে হুকো খাচ্ছেন তরুণ কুমার ও বাকিরা। গানের মাঝখানে একবার হুকোর পাইপ মুখে ঢোকাতে গিয়ে তরুণকুমার পাইপটা বুল করে নাকে ঢুকিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে পাইপটা বার করে নিয়ে মজার একটা মুখ ভঙ্গিমা দিয়ে ম্যানেজ করে নেন তরুণকুমার। এই সময় ক্যামেরায় তরুণকুমারকেই ক্লোজ শটে নেওয়া হচ্ছিল। উত্তম গান চালিয়েই গেলেন। ডিরেক্টর কাট বলতে গিয়েও থেমে গেলেন। এবং পুরো গানের মধ্যে ওই শটটাই সেরা হয়ে থেকে যায়। উত্তমকুমার ওই দৃশ্য দেখে গানের মধ্যেই হেসে ফেলেন। তখন উত্তম বলেছিলেন, " তরুণ হল হাতির মতো। হাতি যেমন জানে না তার অবয়বটা কত বড়, তেমনই তরুণও জানেন না যে ও কত বড় মাপের অভিনেতা।
advertisement
আর একজন ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। 'ধন্যি মেয়ে' ছবিতে বটি নিয়ে তেড়ে আসার দৃশ্যে সাবিত্রী যা করেছিলেন তা নাকি স্ক্রিপ্টের বাইরে। উত্তম বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। ওদিকে সাবিত্রী এত ভাল করেছেন যে ডিরেক্টর কাট ও বলেননি। তখন বাধ্য হয়েই ম্যানেজ করতে হয় মহানায়ককে। সাবিত্রীকে খুব স্নেহ করতেন উত্তমকুমার। বলতেন, ওর মতো ভাল অভিনেত্রী টলিউডে নেই। ভাল অভিনেতা ও অভিনেত্রীদের যোগ্য সম্মান দিতেন উত্তমকুমার। তিনি সেরা এমনটা তিনি মনে করতেন না।
