বিবিধের মাঝে ভারত মহান। নানা জাতি। নানা বেশ। নানা পরিধান। তবু দিনের শেষে সকলে এক। একটাই দেশ। আসলে এ দেশ আমাদের একা হতে শেখায়নি। শিখিয়েছে এক হতে। কোনও হিংসা, কোনও হানাহানিই জিতে যেতে পারে না... নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যারা সাম্প্রদায়িকতার ঘুঁটি সাজান...তাঁদের ধ্বংস করতে শুভশক্তির আবাহন...উনিশে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লির ভাবনায় এবার অশুভ বধের জয়গান।
advertisement
এক। কিন্তু একা নই। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের শুরুতেই বিশাল ছাতার নীচে মন্দির, মসজিদ, গির্জা। নজর কাড়বে একশো কেজি ওজনের দশ ফুটের ডোকরার দুর্গা। বর্ধমানের গুসকরায় তৈরি হচ্ছে দুর্গা। পুজোর পর ক্লাবেই সংরক্ষণ করে রাখা থাকবে পিতলের মূর্তি।
কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লিতে এবার আধার ঘুঁচিয়ে আলোয় ফেরার গল্প।
advertisement
Location :
First Published :
September 25, 2019 10:06 AM IST