TRENDING:

বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম এক, কিন্তু একা নই

Last Updated:

জাতি, ধর্ম, বিভেদে ভাঙছে সমাজ। ধর্মকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে কিছু স্বার্থলোভী মানুষ। হিংসা-হানাহানি নিরন্তর কাড়ছে প্রাণ। দুর্গার আবাহনে ঘুচে যাক সব অশান্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতি, ধর্ম, বিভেদে ভাঙছে সমাজ। ধর্মকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে কিছু স্বার্থলোভী মানুষ। হিংসা-হানাহানি নিরন্তর কাড়ছে প্রাণ। দুর্গার আবাহনে ঘুচে যাক সব অশান্তি। বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম... এক কিন্তু একা নই।
advertisement

বিবিধের মাঝে ভারত মহান। নানা জাতি। নানা বেশ। নানা পরিধান। তবু দিনের শেষে সকলে এক। একটাই দেশ। আসলে এ দেশ আমাদের একা হতে শেখায়নি। শিখিয়েছে এক হতে। কোনও হিংসা, কোনও হানাহানিই জিতে যেতে পারে না... নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যারা সাম্প্রদায়িকতার ঘুঁটি সাজান...তাঁদের ধ্বংস করতে শুভশক্তির আবাহন...উনিশে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লির ভাবনায় এবার অশুভ বধের জয়গান।

advertisement

এক। কিন্তু একা নই। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের শুরুতেই বিশাল ছাতার নীচে মন্দির, মসজিদ, গির্জা। নজর কাড়বে একশো কেজি ওজনের দশ ফুটের ডোকরার দুর্গা। বর্ধমানের গুসকরায় তৈরি হচ্ছে দুর্গা। পুজোর পর ক্লাবেই সংরক্ষণ করে রাখা থাকবে পিতলের মূর্তি।

কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দেওয়া বেলেঘাটা ৩৩ পল্লিতে এবার আধার ঘুঁচিয়ে আলোয় ফেরার গল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ফিচার/
বেলেঘাটা ৩৩ পল্লির এবারের থিম এক, কিন্তু একা নই