TRENDING:

পৃথিবীকে করতে হবে প্লাস্টিকমুক্ত, তিতুমিরের বাঁশের কেল্লা গড়ছে কাকদ্বীপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: পৃথিবীতে এখন প্লাস্টিক, ফাইবারের দাপট। তারাই গিলে খাচ্ছে বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে। সেই শিল্পকেই এবার তাদের থিমে ফিরিয়ে আনতে চায় কাকদ্বীপের রথতলা অমৃতায়ন সঙ্ঘ। তাদের মণ্ডপ থেকে ঠাকুর -- পুরোটাই বাঁশের কাজ দিয়ে।
advertisement

কালের যাত্রায় ফিরে আসুক বাংলা লোকশিল্পের বাঁশ শিল্প। বন্ধ হোক প্লাস্টিক, ফাইবারের ব্যবহার। এই থিমেই সাজছে কাকদ্বীপের রথতলার অমৃতায়ণ সঙ্ঘ। এই বছরের পুজো পা দিল তেত্রিশ বছরে। জন্মাষ্ঠমীর দিন থেকে কাজ শুরু করছেন শিল্পী চাঁদরতন হালদার।

আঠেরো জন সঙ্গীকে নিয়ে বাঁশের ঝুড়ি-সহ নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মণ্ডপ সাজাচ্ছেন চাঁদরতন। প্লাস্টিক থেকে বিশ্বকে বাঁচাতেই দিনরাত এক করছেন তিনি।

advertisement

গত কয়েক বছরে জেলার পুজোয় নাম করেছে অমৃতায়ণ সঙ্ঘ। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মানও পেয়েছে। উদ্যোক্তারা বলছেন, পৃথিবী বাঁচাতে তাদের এই উদ্যোগ ভাল লাগবে দর্শণার্থীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

ইতিহাসে বিখ্যাত তিতুমিরের বাঁশের কেল্লা। আর কাকদ্বীপের রথতলাকে আরও বিখ্যাত করতে বাঁশ শিল্পেই দিনরাত এক করছেন চাঁদরতন ও তাঁর ১৮ জন কর্মী।

বাংলা খবর/ খবর/ফিচার/
পৃথিবীকে করতে হবে প্লাস্টিকমুক্ত, তিতুমিরের বাঁশের কেল্লা গড়ছে কাকদ্বীপ