নতুন বনাম পুরোনর সেই আদি-অন্ত লড়াই। ঐতিহ্য ? না কি আধুনিক থিম? তর্কের শেষ নেই। এবার সেই তর্ককেই নিজেদের থিমে জিইয়ে রাখছে পঁচাত্তর বছরে পা দেওয়া বাগমারি নবারুণ সংঘ। নীলকণ্ঠ পাখির মধ্যে দিয়ে প্রত্যার্পণে ফিরছে বাগমারির বনেদী বারোয়ারি। লোককথা, দশমীর দিন কৈলাসে উমার ফেরার খবর পৌঁছে দেয় নীলকণ্ঠ পাখি। বাঁশ, কাঠ, প্লাইউড, লোহার কাঠামোয় ঐতিহ্যে ফেরার ডাক। মণ্ডপের মধ্যে বিশালাকার শিবের গায়ে জিওমেট্রিক্যাল নকসা। শব্দ-আলোর জাদুতে জমকালো বাগমারি নবারুণ সংঘ।
advertisement
Location :
First Published :
Sep 30, 2019 6:36 PM IST
