রবীন্দ্রনাথের নায়িকার বেশ সাবলীল, বিচক্ষণ, শিক্ষিতা, মনস্তাস্ত্বিক ও অপার গুণের অধিকারী ৷ যেমন ভাবে ইন্দিরা, চারুলতা, বিনোদিনী, বিমলা, লাবণ্য, মৃন্ময়ী ৷ পত্র সাহিত্য, উপন্যাস, ছোটগল্প, নৃত্যনাট্য সব কিছুতেই এক আলাদা নারীর সন্ধান পাওয়া যায় ৷ রবীন্দ্র সাহিত্যে নায়িকারা বাঁচেন মাথা উঁচু করে বৈধব্য যন্ত্রণা, একাকিত্ব, সামাজিক সঙ্কীর্ণতা কখনই তাঁদের গ্রাস করতে পারেনি ৷
advertisement
বিভিন্ন সময়ে নানা রকমের অনিয়ম বেনিয়মের মধ্যে মাথা তুলে প্রতিবাদ করেছে সে চন্দরাই হোক বা মৃন্ময়ী ৷ নিজের মান সম্মান নিয়ে কখনই আপোস করেনি তারা ৷ রবীন্দ্র সাহিত্যের নায়িকারা কালজয়ী, অনন্যা, দশভূজা, কখনও ডার্লিং, কখনও বা জননী, আবার কখনও মায়ার অন্য নাম ৷ সর্বোপরি নারীর কাছে এক উদাহরণ ৷ রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্ব যাঁর কাছ থেকে আজানা কোনও কারণে দূরে সরে বারে বারে ফিরে আসতে হয় এক অজানা আকর্ষণে ৷ এমন প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বকে বাঙালি ঘরে ঘরে প্রাণের ঠাকুর রূপে পুজো করে থাকেন ৷