রাখাল
ও রাখাল, মথুরাপ্রধান,
বাঁশির কুহরে তোলা গান
কুড়িয়ে ফেরে কি ফুলওয়ালি?
নগরীর পথে ও বাতাসে
পরজনমের কথা ভাসে...
রাধিকা হবে না, বনমালী?
বরিষণে ধুয়ে যাওয়া গৃহ
যত ছিল ব্যথা ও সমীহ
পরিশেষে ফুল হয়ে ওঠে-
তোমাকে সাজিয়ে নিয়ে সখি
ফেলে রাখে ময়ূরপালকই...
ফেরাতে এসেছি আজ, গোঠে।
শরীরে কি মানায় বিরহ?
advertisement
আকাশ ঘনায় অহরহ
অসময়ে, আগুনের মাসে
সে রাখাল? নাকি বহুরূপী?
বাঁশি শুধু বলে চুপিচুপি-
‘ঋতু যায়, ঋতু ফিরে আসে..
Location :
First Published :
May 30, 2019 6:50 PM IST