নজরুল এক সময় বাংলা ছবিতে সঙ্গীত পরিচালকের কাজ করতেন। সেই সময় নজরুল নিজেও একটা ছবি পরিচালনা করেছিলেন। তবে তখন তিনি সঙ্গীত পরিচালনাই বেশি করতেন। একবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের সুর করেন তিনি। রবীন্দ্রনাথের 'গোরা' উপন্যাস অবলম্বনে তৈরি ছায়াছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। সেই ছবির পরিচালক ছিলেন নরেশ মিত্র। তখন সুরকার হিসেবে নজরুলের জনপ্রিয়তা সবার উপরে। কিন্তু যত গণ্ডগোল বাধে ছবিটা মুক্তি পাওয়ার সময়। বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে আপত্তি জানানো হয়। তারা জানায়, 'বোর্ডের অনুমতি না নিয়ে ছবিতে সাতটি রবীন্দ্র সঙ্গীত ব্যবহার করা হয়েছে। এবং সুরও যথাযথ নয়।' আটকে যায় ছবির রিলিজ। প্রযোজকের মাথায় হাত। নজরুল সময় নষ্ট না করে সোজা চলে যান রবীন্দ্রনাথের কাছে। তাঁকে গিয়ে সব খুলে বলেন। সব শুনে রবীন্দ্রনাথ হাসেন। তারপর বলেন,"কী করি বলো তো? তুমি শিখিয়েছ আমার গান, আর ওরা কোন আক্কেলে তার দোষ ধরে? তোমার চেয়েও আমার গান কি তারা বেশি বুঝবে? আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে?" এ-কথা বলে আগের থেকে লিখে রাখা অনুমতিপত্র নিয়ে তাতে সই ও তারিখ দিয়ে দিলেন। এমনই ছিলেন কবিগুরু।
advertisement
