TRENDING:

Fathers Day 2020 | সন্তানকে চোখে হারাতেন, চিঠিতে বিলকুল বদলে যান 'রাগী' নজরুল

Last Updated:

আজ ফাদার্স ডে-তে আমরা রাখলাম পুত্র কাজী অনিরুদ্ধকে লেখা কবির একটি চিঠি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজী নজরুলের চার সন্তান। কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। অরিন্দম খালেদের অকালমৃত্যু কবিকে বহুকাল শোকে মূহ্যমান করে রেখেছিল। অন্য সন্তানদের তাই চোখে হারাতেন তিনি। আজ ফাদার্স ডে-তে আমরা রাখলাম পুত্র কাজী অনিরুদ্ধকে লেখা কবির একটি চিঠি। অমন দুর্মর 'রাগী' কবির হৃদয়ে যেন স্নেহের প্রস্রবণ বইত। আদরের আখরে তাইই ধরা আছে যেন-
advertisement

বাবা নিনামণি,

তোমারও চিঠি পেয়েছি-চমৎকার লেখা তোমার। তোমাকে এইবার মায়ের বাড়িতে চাকরি করে দেব। তোমার ফুল পেয়েছি। চমৎকার ফুল-সুন্দর গন্ধ। ভগবানকে দিয়েছি তোমার ফুল। তিনি তোমার ফুল পেয়ে খুব খুশি হয়েছেন। তোমাকে চুমু দিয়েছেন তিনি। কালি ফুরিয়ে গেল তাই পেন্সিলে লিখছি, তোমরা বীর ছেলে হয়ে উঠবে, দুষ্টুমি করো না, কেঁদো না, জল ঘেঁটো না। আমি রোজ তোমাদের দেখতে আসি তোমর যখন ঘুমোও। চণ্ডীর সঙ্গে খেলা করবে। ঘুমোলে আমায় দেখতে পাবে। তখন আমি কোলে নেব। আরও ফুল পাঠিয়ো। তোমাদের ভগবানকে দেবো। এতগুলো চুমু নাও।

advertisement

ইতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তোমার বাবা

বাংলা খবর/ খবর/ফিচার/
Fathers Day 2020 | সন্তানকে চোখে হারাতেন, চিঠিতে বিলকুল বদলে যান 'রাগী' নজরুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল