TRENDING:

রবীন্দ্রনাথ তাঁর জীবনে একটিই চলচ্চিত্র পরিচালনা করেন। সেই ছবির শ্যুটিং হয়েছিল নিউ এম্পায়ারে...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিউ এম্পায়ার। এই নামটার সঙ্গে পরিচিত নন এমন বাঙালি মেলা ভার। একটা সময় ধর্মতলার মোরের এই সিনেমা হল ছিল মানুষের সবচেয়ে পছন্দের। তবে কালের নিয়মে এই সিনেমা হল পাল্লা দিতে পারে না বর্তমান সমাজের সঙ্গে। ব্যবসায় ঘাটতি দেখা দেয় বন্ধ হয়ে যায় এই সিনেমা হল। কিন্তু এক সময় সবচেয়ে গর্বের ছিল এই হল। নিউ এম্পায়ারেই  নিজের জীবনের একমাত্র ছবির শ্যুটিং করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।---
advertisement

photo source collected

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজোর আবহে হাজার হাজার কুলো-ঝুড়িতে ছেয়েছে বাজার! কত করে বিক্রি হচ্ছে?
আরও দেখুন

একসময় এই হলটি নাটক ও ব্যালে প্রদর্শনের জন্য ব্যবহার করা হত। ১৯৩১ সালে সবাক চলচ্চিত্রের শুরু। আর ১৯৩২ সালে তৈরি হয় নিউ এম্পায়ার। সেই বছর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গোটা জীবনে এই একটিই সিনেমার নির্দেশনা করেছিলেন। তা হল, 'নটীর পূজা'। সেই 'নটীর পূজা'র শ্যুটিং রবীন্দ্রনাথ করেছিলেন নিউ এম্পায়ারের অডিটোরিয়ামে। টানা চার দিন ধরে চলেছিল শ্যুটিং। এই ছবিতে অভিনয় করে শান্তিনিকেতনের ছেলে মেয়েরা। ষাটের দশকের গোড়ার দিকে এখানে নাটকের সঙ্গে সঙ্গে সিনেমা দেখানোও শুরু হয়। আজ এই সিনেমা হল না থাকলেও বাঙালির স্মৃতিতে সব সময় বেঁচে থাকবে নিউ এম্পায়ার।

advertisement

বাংলা খবর/ খবর/ফিচার/
রবীন্দ্রনাথ তাঁর জীবনে একটিই চলচ্চিত্র পরিচালনা করেন। সেই ছবির শ্যুটিং হয়েছিল নিউ এম্পায়ারে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল