TRENDING:

গোয়েন্দা গিন্নিকে তো দেখেছেন, এবার চিনে নিন, দেশের প্রথম মহিলা গোয়েন্দাকে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘কেউ জন্ম থেকেই গোয়েন্দা হয় না, তাকে গোয়েন্দা হয়ে উঠতে হয়’- রজনী পণ্ডিত
advertisement

#মুম্বই: সিনেমায় দেখেছেন ববি জাসুস সেজে বিদ্যা বালনকে অভিনয় করতে ৷ টিভি সিরিয়ালে ইন্দ্রাণী হালদার গোয়েন্দা গিন্নি ৷ কিংবা গল্পের বইয়ে মিতিন মাসি ! মহিলা গোয়েন্দা মানে কী শুধুই সিনেমার পর্দা বা গল্পের বইয়ের পাতায়? হয়তো দেশের প্রথম মহিলা রজনী পণ্ডিতের সঙ্গে আলাপ না হলে এটাই মনে হত !

advertisement

হ্যাঁ, রজনী পণ্ডিত ৷ দেশের প্রথম মহিলা গোয়েন্দা ৷ মাত্র ২২ বছর বয়সে যিনি প্রথম রহস্যের সমাধান করেছিলেন ৷ রজনীর বাবা সিআইডি ছিলেন ৷ ছোটবেলা থেকেই বাবার থেকে নানা রহস্য, সমাধানের গল্প শুনতেন রজনী ৷ আর তা থেকেই গোয়েন্দা হওয়ার শখ !

advertisement

মহারাষ্ট্রেই জন্ম ও বড় হওয়া রজনীর ৷ রজনীর বয়স এখন ৫০ ৷ রজনী কথায় কথায় জানিয়েছেন, আজ পর্যন্ত প্রায় ৮০ হাজারটার বেশি রহস্যের সমাধান করেছেন তিনি ৷ রজনী ‘হিউম্যানস অফ বোম্বে’কে নিজের গোয়েন্দা হওয়ার কথা জানিয়েছেন ৷

advertisement

রজনীর কথায়, ‘আমি কলেজে পড়ার সময়ই প্রথম কেস সলভ করি ৷ কলেজে ফার্স্ট ইয়ারের পড়ার সময়ই ক্লার্কের চাকরি করেছি ৷ আর সেই অফিসের এক কলিগের বাড়িতে চুরি হওয়ার কথা শুনেই, আমার ভিতরের গোয়েন্দা জেগে ওঠে ৷ আমার কলিগ জানিয়েছিল, তাঁর ছেলের বউয়ের ওপর সন্দেহ হচ্ছিল ৷ তবে আমি কলিগের কথা খুব একটা শুনিনি ৷ বরং নিজেই শুরু করি রহস্যের সমাধান ৷ জানতে পারি আমার কলিগের ছেলেই ব্যাগ চুরি করেছে ৷ এরপর থেকেই মনে হয়, গোয়েন্দাগিরিকেই পেশা হিসেবে বেছে নেব !’

advertisement

যে সময় রজনী তাঁর গোয়েন্দাগিরি শুরু করে, সেই সময় না ছিল ইন্টারনেট, না ছিল সোশ্যাল মিডিয়া ৷ নিজের বুদ্ধিমত্তা, আশে-পাশের লোকজনের সঙ্গে কথা বলেই রহস্যের সমাধান করতেন রজনী ৷ রজনী লিখেছেন, ‘গোয়েন্দা হওয়াটা খুব একটা সহজ কাজ নয় ৷ বেশ কঠিন ৷ এমনকী, আমার মা-বাবাও প্রথমে জানতেন না, আমি এরকম ধরনের কোনও কাজ করছি ৷ তবে বাবা যখন জানতে পারে আমার গোয়েন্দাগিরির কথা ৷ তখন আমাকে বলেছিল, খুব সাবধান ৷ গোয়েন্দা হওয়াটা খুব সাহসের কাজ ৷ তবে পরের দিকে আমাকে নানা বিষয়ে বাবা সাহায্যও করেছেন ! আমি ভালোবেসে ফেলেছি আমার পেশাকে! ’

এতদিন মিডিয়ার থেকে দূরেই ছিলেন রজনী ৷ তবে একটি হত্যা রহস্যের সমাধান করে সবার নজরে এলেন রজনী ৷ এই রহস্য সমাধানের জন্য রজনী পরিচারিকাও সেজে ছিলেন ৷ রজনী লিখেছেন, ‘এক ব্যক্তি নিজের স্ত্রী ও মেয়েকে হত্যা করেছিল৷ তার কাছে পৌঁছনোর জন্য পরিচারিকা সাজা ছাড়া আর কোনও উপায় ছিল না !’

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ফিচার/
গোয়েন্দা গিন্নিকে তো দেখেছেন, এবার চিনে নিন, দেশের প্রথম মহিলা গোয়েন্দাকে !