দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি বাঁচে মুখোশ নিয়ে। এখানকার মুখোশ শিল্পের কদর বিশ্বজোড়া। স্থানীয় ভাষায় মুখোশের আদুরে নাম মুখা। পুজো এলেই মুখা শিল্পীদের আরও ব্যস্ততা বাড়ে।
প্রতিবার কলকাতা বা অন্য জেলার বিগ বাজেটের পুজো মণ্ডপ কুশমণ্ডির শিল্পীদের তৈরি মুখোশে সাজে। এবারেও তাই। অসমের করোলি বাঁশ ও কাঠ দিয়ে মুখোশ ও অন্য হাতের কাজ করছেন শিল্পীরা। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী শিল্প ভাবনা ফুটিয়ে তুলছেন উষাহরণের বৈশ্যপাড়া ও মহিষবাথানের শিল্পীরা। কোথাও বাঁশ পুড়িয়ে নকশা কেটে থিম ভাবনা। কোথাও আবার রাক্ষসের মুখোশের জাঁকজমক। পুজো এলেই তাই বাড়তি উপার্জনের আশা। বাড়তি কাজের চাপ।
advertisement
ভোটের সময় বা বিভিন্ন মেলায় মুখোশের চাহিদা বাড়ে। তখন মুখোশ শিল্পীদের পোয়া বারো। আর পুজোর কাজ পেয়ে গেলেই সোনায় সোহাগা। উৎসবে তাই হাসছে মুখোশ।
Location :
First Published :
Sep 17, 2019 9:07 PM IST
