তবে সুপ্রিয়াকে যে উত্তম কতটা ভালবাসতেন তা টলিউডে কান পাতলেই শোনা যেত সে সময়। একবার মুম্বই থেকে রাজ কাপুর তাঁর ছবির জন্য ডেকে পাঠিয়েছিলেন সুপ্রিয়াদেবীকে। অনেক ভেবে সুপ্রিয়াদেবী ঠিক করেছিলেন তিনি উত্তমকে ছেড়ে চলে যাবেন। তবে উত্তম যদি জানতে পারেন তাহলে কিছুতেই তাঁকে যেতে দেবেন না। তাই সুপ্রিয়াদেবী কাউকে কিছু না জানিয়ে যেদিন মুম্বই যাবেন তাঁর আগের দিন ধর্মতলার একটি হোটেলে গিয়ে উঠেছিলেন। সেই খবর পৌঁছে যায় উত্তমের কানে। উত্তমকুমার খুঁজে খুঁজে চলে যান সুপ্রিয়াদেবীর হোটেলে। গিয়ে বেল বাজালেন উত্তম। সুপ্রিয়াদেবী দরজা খুলে হা। বুঝলেন তাঁর আর যাওয়া হল না। উত্তম শুধু বলেছিলেন,"আমাকে ছেড়ে যেতে পারবে তুমি?" জড়িয়ে ধরেছিলেন সুপ্রিয়াদেবী। তারপর থেকে আর কখনও তিনি চেষ্টাও করেননি মুম্বই যাওয়ার। সেদিন যেতে পারলে আজ হয়তো আরও নাম করতে পারতেন তিনি। তবে উত্তমের জন্য সব ছাড়তে পারতেন সুপ্রিয়াদেবী।
advertisement
