TRENDING:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট দুর্গা, কে এই একরত্তি জানেন কী?

Last Updated:

কোন মা-বাবা না চায় তাঁদের আদরের সন্তান বিশ্বজয় করুক! তবে এ মেয়ে যে সত্যি সত্যি দশভূজা হয়ে উঠবে এমনটা সত্যি ভাবেননি তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: কুমারী পুজো না হলে কি দশভূজা খুশি হন? দেড় বছরের সোহাগকে দেখলে মা দুগ্গা নিশ্চয় বলে উঠতেন, আয় তোকে আমার অস্ত্রে সাজাই। তবে অস্ত্র থাক বা না থাক, ভাইরাল মেদিনীপুরের দশভুজা সোহাগ।
advertisement

বদলটা দেখলেন? কে বলবে ওই টলমল পায়ের মেয়েটা এমন রাগী রাগী মুখে অসুর বধের কথাও ভাবতে পারে? ভেবেছিলেন তারই শহর মেদিনীপুরের সাত্যকি দাস মহাপাত্র। আর তাঁর এই ভাবনা রাতারাতি ভাইরাল করে দিয়েছে ছোট্ট দুর্গা অবন্তিকা মুখোপাধ্যায়কে। বাবা-মায়ের আদরের সোহাগকে।

টলমল পায়ে এই তো সেদিন শুরু পথ চলা। মুখে আঙুল পুরে নানান কায়দা কানুনে বাড়ি মাতিয়ে রাখে দেড় বছরের ছোট্ট সোহাগ। কোন মা-বাবা না চায় তাঁদের আদরের সন্তান বিশ্বজয় করুক! তবে এ মেয়ে যে সত্যি সত্যি দশভূজা হয়ে উঠবে এমনটা সত্যি ভাবেননি তাঁরা। তবে দস্যি মেয়ের ছবি তুলতে বেশ বেগও পেতে হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নাহ এতকিছুতে কিচ্ছু যায় আসে না ছোট্ট সোহাগের। লাইমলাইটের আলো টালোতে চোখ ঝলসায় না তার। সে এখন ব্যস্ত গোটা বাড়ি মাথায় তুলে রাখতে।

বাংলা খবর/ খবর/ফিচার/
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট দুর্গা, কে এই একরত্তি জানেন কী?