TRENDING:

এই নিয়ম মেনে লিপস্টিক ব্যবহার করুন, ১০ থেকে ১২ ঘণ্টা উঠে যাওয়ার কোনও ভয় থাকবে না

Last Updated:

লিপস্টিক ঠোঁটে লাগানোর আগে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোর আর মাত্র কয়েকটা দিন। এখন থেকেই পুজোয় কি সাজবেন তাঁর প্ল্যান হয়ে গিয়েছে। কোন জামা বা শাড়ি পড়বেন তাও ঠিক হয়ে গিয়েছে। আর কোন পোশাকের সঙ্গে কি লিপস্টিক পড়বেন তাও ঠিক করে ফেলেছেন নিশ্চয়ই। কিন্তু লিপস্টিক কিছুতেই বেশিক্ষণ থাকছে না ঠোঁটে । যত দামি কোম্পানির লিপস্টিকই হোক না কেন ! কয়েক ঘণ্টার মধ্যেই তা শুকিয়ে যায়। অথবা উঠে যায়। বার বার সেলফি ক্যামেরা অন করে দেখে নিতে হয় লিপস্টিকটা ঠিক আছে তো !
advertisement

তবে কতগুলো নিয়ম ফলো করলেই এই ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। ঠোঁট শুকনো বা ফাটা হলে লিপস্টিক পড়লে দেখতে খুব খারাপ লাগে। তাই পুজোর কম করে সাত দিন আগে থেকে রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল গরম করে লাগান। এর পর যা করনীয় তা হল লিপস্টিক ঠোঁটে লাগানোর আগে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। আপনি পোশাকের রঙ অনুযায়ী লিপস্টিক পড়তে পারেন। অথবা কনট্রাস্ট করেও পড়তে পারেন। কিন্তু সবার আগে ঠোঁটে ভাল করে গোলাপজল লাগান। তারপর গোলাপজল শুকিয়ে গেলে একটু টোনার তুলোতে নিয়ে ঠোঁটে লাগান। তারপর ফাউন্ডেশন নিয়ে ভাল করে ঠোঁটে লাগান। দশ মিনিট এভাবে রেখে দিন। এবার লিপ লাইনার দিয়ে ঠোঁটের চার ধার একে নিন ভাল করে। তারপর পছন্দ মতো রঙ ব্যবহার করুন। দেখবেন ১০ থেকে ১২ ঘণ্টা কোনও ভাবেই ঠোঁট থেকে লিপস্টিক উঠবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ফিচার/
এই নিয়ম মেনে লিপস্টিক ব্যবহার করুন, ১০ থেকে ১২ ঘণ্টা উঠে যাওয়ার কোনও ভয় থাকবে না