তবে কতগুলো নিয়ম ফলো করলেই এই ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। ঠোঁট শুকনো বা ফাটা হলে লিপস্টিক পড়লে দেখতে খুব খারাপ লাগে। তাই পুজোর কম করে সাত দিন আগে থেকে রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল গরম করে লাগান। এর পর যা করনীয় তা হল লিপস্টিক ঠোঁটে লাগানোর আগে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। আপনি পোশাকের রঙ অনুযায়ী লিপস্টিক পড়তে পারেন। অথবা কনট্রাস্ট করেও পড়তে পারেন। কিন্তু সবার আগে ঠোঁটে ভাল করে গোলাপজল লাগান। তারপর গোলাপজল শুকিয়ে গেলে একটু টোনার তুলোতে নিয়ে ঠোঁটে লাগান। তারপর ফাউন্ডেশন নিয়ে ভাল করে ঠোঁটে লাগান। দশ মিনিট এভাবে রেখে দিন। এবার লিপ লাইনার দিয়ে ঠোঁটের চার ধার একে নিন ভাল করে। তারপর পছন্দ মতো রঙ ব্যবহার করুন। দেখবেন ১০ থেকে ১২ ঘণ্টা কোনও ভাবেই ঠোঁট থেকে লিপস্টিক উঠবে না।
advertisement
Location :
First Published :
September 21, 2019 8:16 PM IST