এরপর উত্তমকুমার সিনেমা বানাবেন বলে প্রযোজক হলেন। তিনি বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করতে শুরু করেন। 'ছোটি সি মুলাকাত'-এ তিনি নিজে নায়ক হন আর বৈজয়ন্তী বালা নায়িকা। এই ছবিটি ডাহা ফ্লপ করে। তাঁর প্রযোজিত একটি ছবিও সফল হয় না। সেই সময় উত্তমকুমারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়। সুপ্রিয়াদেবী তখনও কিন্তু পাশেই ছিলেন মহানায়কের। নিজের জন্য কিচ্ছু না চেয়ে পাশে থেকেছেন। তবে গৌরীদেবী কিন্তু নিজের অভিমান ভেঙে পাশে থাকেননি মহানায়কের। সুপ্রিয়াদেবী ময়রা স্ট্রিটের বাড়িতে রয়েছেন। উত্তমও সেখানেই থাকেন। একদিন হঠাৎ উত্তমকুমারের নামে ৭০ হাজার টাকা বিল আসে। কিন্তু এতটাকার বিল কিসের? উত্তমকুমারের তো তখন মাথায় হাত। দেখা গেল ওই বিলটা আসলে গয়নার। গৌরীদেবী ৭০ হাজার টাকার গয়না কিনে বিল পাঠিয়ে দিয়েছিলেন ময়রাস্ট্রটের বাড়িতে। সেই গয়নার বিল শোধ করেছিলেন সুপ্রিয়াদেবী। নিজের গয়না বিক্রি করে গৌরীদেবীর গয়নার বিল চোকাতে হয়েছিলেন সুপ্রিয়াদেবীকে।
advertisement
