TRENDING:

পরিচিত জায়গা ছেড়ে এখন নতুন গন্তব্যেই বেশি আকর্ষণ ভ্রমণপিপাসু বাঙালিদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোথাও বেড়াতে যেতে হলে হয়তো আর বিশেষ কোনও দিনক্ষণের প্রয়োজন হয় না ৷ বেড়াতে যাওয়ার প্রধান শর্তই হল মনের ইচ্ছে এবং অবশ্যই ট্যাকের টাকা ৷ গরমের ছুটি, পুজোর ছুটি বা শীতের ছুটির মতো বেড়াতে যাওয়ার আদর্শ সময় তো রয়েছেই ৷ কিন্তু সব মানুষের ভাগ্যে কী আর এই সমস্ত ‘সিজনাল’ ছুটি জোটে ? উত্তরটা নিশ্চয় ‘না’ ৷ তাই সময় পেলেই দেশের মধ্যে হোক বা দেশের বাইরে, কোথাও বেরিয়ে পড়ার ইচ্ছে যে কোনও মানুষই রাখেন ৷ বাঙাালিরা চিরকালই ভ্রমণপিপাসু বলেই পরিচিত ৷ বর্তমানে ট্রাভেলের ধরণও অনেক বদলেছে এরাজ্যের মানুষের ৷ এখন আর বাঙালি মানেই পুরী, দিঘা, দার্জিলিং নয় ৷ বরং তাঁরা শখ রাখেন দেশ-বিদেশের অনেক নতুন গন্তব্যে বেড়াতে যাওয়ার ৷
advertisement

গ্রিস

দেশ-বিদেশের বিভিন্ন নতুন জায়গা ‘এক্সপ্লোর’ করার ইচ্ছে গত কয়েকবছর ধরেই অনেক মাত্রায় বেড়েছে এরাজ্যের মানুষদের মধ্যে ৷ বিভিন্ন ট্রাভেল সংস্থার রিপোর্টেই তার প্রমাণ পাওয়া গিয়েছে ৷ ২৬০ বছরের পুরনো ট্রাভেল সংস্থা কক্স অ্যান্ড কিংস-এর হেড রিলেশনশিপ করণ আনন্দের মতে, ‘‘ বাঙালিরা চিরকালই অ্যাডভেঞ্চার প্রিয় ৷ তাই এখন আর তারা দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বের অন্যান্য দেশের সংস্কৃতি, খাওয়া-দাওয়া, সৌন্দর্য্যের স্বাদ নিতে চায় ৷ বিদেশে যাওয়া মানেই এখন আর শুধুমাত্র লন্ডন বা নিউইয়র্ক নয় ৷ বরং ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, গ্রিস, ইজরায়েল, মরক্কো, তুরস্কের মতো ছবির মতো সুন্দর জায়গা থেকে শুরু করে কেনিয়ার মাসাইমারার জঙ্গল বা মিশরের প্রাচীণ সভ্যতার নিদর্শন দেখার আগ্রহই অনেক বেশি ৷ ’’

advertisement

পর্তুগাল

কক্স অ্যান্ড কিংসের দাবি, নতুন নতুন ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার ইচ্ছে মানুষের মধ্যে বর্তমানে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এছাড়া ব্রিটেন, জার্মানি, সুইৎজারল্যান্ডের মতো পরিচিত জায়গাগুলিতে বেড়াতে যাওয়ার ইচ্ছেও ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷ শুধু ভারতীয়দের অন্য দেশে ঘুরতে যাওয়াই নয় ৷ বিদেশি পর্যটকের সংখ্যাও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এদেশে ৷ এর জন্য অবশ্যই কেন্দ্রীয় সরকারের ভিসা নীতি এবং প্রক্রিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে ৷ বিশ্বের ১৬০টি দেশের বাসিন্দাদের জন্য ভারতে ঘুরতে আসার জন্য ই-ভিসা চালু এবং কেন্দ্রীয় পর্যটন দফতরের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারাভিযানও এদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়িয়েছে বলে মত করণ আনন্দের ৷

advertisement

ইতালি

গতবছর এদেশ থেকে বিদেশে ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল ২ কোটিরও বেশি ৷ অন্যদিকে এদেশে বিদেশ থেকে আগত পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৷ যা আগের থেকে অনেকাংশেই বেশি ৷ দেশ-বিদেশের বিভিন্ন বিমানসংস্থা বিভিন্ন রুটে বেশি সংখ্যায় বিমান চালানোয় বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কানেক্টিভিটিও আগের তুলনায় এখন অনেক ভাল হয়েছে ৷ মুম্বই-দিল্লির মতো না হলেও কলকাতাতেও এখন বিদেশি বিমানসংস্থাগুলি তাদের বিমানসংখ্যা বাড়াচ্ছে ৷ কাতার, এমিরেটস, থাই এয়ারওয়েজ, এতিহাদ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স যেমন রয়েছে ৷ তেমনি ড্রুক এয়ার, বিমান বাংলাদেশ, এয়ার এশিয়া, চায়না ইস্টার্ন এয়ার, ড্র্যাগন এয়ার, সিল্ক এয়ারের মতো বিদেশি বিমান সংস্থাগুলির বিমানও প্রতিদিন ওঠানামা করে কলকাতা বিমানবন্দর থেকে ৷ এছাড়া এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, ইন্ডিগো এবং স্পাইস জেটের মতো দেশীয় বিমানসংস্থা আগের থেকে অনেক বেশি সংখ্যায় বিদেশের বিভিন্ন শহরে বিমান চলাচল শুরু করেছে ৷ ফলে পরিচিত গন্তব্য গুলির পাশাপাশি নতুন নতুন গন্তব্যেও যাওয়া সম্ভব হয়েছে ৷ সম্প্রতি হং কং-এর ভিসা নীতিতে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরিনের মতো মধ্য প্রাচ্যের দেশগুলিতেও রেকর্ড সংখ্যায় মানুষ পাড়ি দিচ্ছেন এদেশ থেকে ৷ গত বছর প্রায় ৯০ লক্ষ ভারতীয় দুবাই গিয়েছিলেন ৷ বাঙালিদের সংখ্যাও তাদের মধ্যে কম নয় ৷

advertisement

দুবাই

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

তবে শুধু বিদেশেই নয় ৷ দেশের মধ্যেও নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে পর্যটকদের মধ্যে ৷ উত্তর ভারতের হিমালয় যেমন রয়েছে, তেমনি উত্তর-পূর্ব ভারতের ‘ভার্জিন’ অঞ্চলগুলিতেও ঘোরার আগ্রহ বেশি মাত্রায় চোখে পড়ছে দেশবাসীর মধ্যে ৷ এরাজ্যে দুর্গাপুজো চিরকালই দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে অন্যতম বড় আকর্যণ ৷ বিভিন্ন ট্র্যাভেল সংস্থাগুলি কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় পুজো পরিক্রমা এবং প্যান্ডেল হপিং প্যাকেজ চালু করেছে গত বছর থেকেই ৷ যার চাহিদাও কিন্তু যথেষ্ট মাত্রায় লক্ষ্য করা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ফিচার/
পরিচিত জায়গা ছেড়ে এখন নতুন গন্তব্যেই বেশি আকর্ষণ ভ্রমণপিপাসু বাঙালিদের