TRENDING:

এবার পুজোয় 'সাড়ে চুয়াত্তর'- এর নবদ্বীপ হালদারের হাস্য কৌতুকে ভাসবে পূর্ব বর্ধমানের সোনাপলাশি

Last Updated:

আজকের প্রজন্মের সঙ্গে নতুন করে শিল্পীর পরিচয় করাতে এবার পুজোয় শুধুই নবদ্বীপ হালদার। গ্রামের পাঁচটি বারোয়ারিতে দু-বেলাই বাজবে শিল্পীর হাস্যকৌতুক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার পুজোয় নবদ্বীপ হালদারের হাস্য কৌতুকে ভাসবে পূর্ব বর্ধমানের সোনাপলাশি। বর্ধমান শহর থেকে বারো কিলোমিটার দূরে এই গ্রামেই জন্ম হাসির রাজার। নতুন প্রজন্মের সঙ্গে শিল্পীর পরিচয় করাতে এবার সোনাপলাশির পাঁচটি বারোয়ারিতে মাইকে বাজবে নবদ্বীপ হালদারের হাসি ঠাট্টা।
advertisement

নবদ্বীপ হালদার। হাসির রাজা। উত্তম-সুচিত্রা অভিনীত সাড়ে চুয়াত্তর সিনেমায় তাঁর অভিনয় আজও বাঙালির মুখে মুখে ফেরে। ভাঙা গলা আর দুরন্ত টাইমিং। এই ছিল তাঁর কমেডির ইউএসপি। শিল্পীর জন্ম উনিশশো এগার সালে, পূর্ব বর্ধমানের সোনাপলাশি গ্রামের বর্ধিষ্ণু পরিবারে। গ্রামেই পড়াশোনা। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে পাশ করার পর পরিবারের সঙ্গে কলকাতা পাড়ি। তবু গ্রামের সঙ্গে ছিল অটুট সম্পর্ক। নিয়মিত আসতেন গাজন, দুর্গাপুজোয়। কলকাতা থেকে দল এনে যাত্রাপালায় অভিনয়ও করতেন। শোনাতেন হাস্য কৌতূক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেসব দিন আজ সোনালি অতীত। পুরোনরা মনে রাখলেও, নতুনদের কাছে প্রায় অপরিচিতই শিল্পী। সোনাপলাশিতে নবদ্বীপ হালদারের বাড়ি এখন আগাছার জঙ্গল। ভগ্নস্তূপ জুড়ে বট অশ্বত্থ। আজকের প্রজন্মের সঙ্গে নতুন করে শিল্পীর পরিচয় করাতে এবার পুজোয় শুধুই নবদ্বীপ হালদার। গ্রামের পাঁচটি বারোয়ারিতে দু-বেলাই বাজবে শিল্পীর হাস্যকৌতুক। সোনাপলাশি চায়, উমার হাত ধরে ফিরুক ঘরের ছেলের স্মৃতি। গ্রামে তৈরি হোক কিংবদন্তীর স্মৃতিশৌধ।

advertisement

বাংলা খবর/ খবর/ফিচার/
এবার পুজোয় 'সাড়ে চুয়াত্তর'- এর নবদ্বীপ হালদারের হাস্য কৌতুকে ভাসবে পূর্ব বর্ধমানের সোনাপলাশি