TRENDING:

অনলাইন কেনাকাটার ধাক্কায় মার খাচ্ছে বঙ্গজীবনের অঙ্গ ‘চৈত্র সেল’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ব্যস্ত সময়ে খরিদ্দারের আচমকা মুখঝামটা খেয়ে থতমত দোকানি ৷ নিউ মার্কেটে শপিং করতে আসা তরুণীর গলার ঝাঁঝ তখনও মেলায়নি, ‘২৫ % ডিসকাউন্ট চলে নাকি আজকের বাজারে? অনলাইনে তো সারা বছরই ৫০ % মেলে ৷ তা হলে চৈত্র সেলের বড় বড় স্টিকার কেন সাঁটিয়ে রেখেছেন দোকানের চারদিকে?’ স্বামী আর পুত্রের জন্য সবে দুটো জামা পছন্দ করেছিলেন গৃহবধূ ৷
advertisement

হাতিবাগানের একটি রেডিমেড শার্ট-প্যান্টের দোকানের প্রৌঢ় কর্মচারী বড় আহ্লাদিত হয়ে শুধিয়েছিলেন, ‘বৌদি, আর কী দেখাব? শ্বশুর-ভাসুর-ভাই-দেওর-বাবা, সব বয়সের সব রকম আইটেম আছে৷’ নিরুত্তর খরিদ্দার অবশ্য নিছক একটা হাসি হেসেই হাঁটা লাগালেন ক্যাশ কাউন্টারের দিকে৷ চুম্বকে আর কোলাজে এটাই ক্রমশ জমে ওঠা চৈত্র সেলের বাজার ৷ আগামিকালই পয়লা বৈশাখ ৷ আর আজ শেষ রবিবার আর শেষ সুযোগ ৷ অথচ সেই উঠতি জোয়ারের মধ্যেই চোরা ভাটার টান স্পষ্ট ৷ যদিও চৈত্র সেলের প্রতি টান আর আবেগ বাঙালির রক্তে ৷ নতুন বছর শুরু হওয়ার আগে নতুন পোশাক, নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্র কেনাকাটার জন্য ‘সেল’পাগল বাঙালির উন্মাদনা নাকি অনেকটাই তলানিতে ৷

advertisement

কিন্তু কলকাতা হোক বা শহরতলি কিংবা জেলা - বাস্তব ছবিটা বলছে, চৈত্র সেল এখন স্রেফ নামেই ৷ ফি বছর বাংলা ক্যালেন্ডারের শেষ মাসে তা আসে এবং চলে যায় ৷ রেওয়াজ আর অভ্যাসের বশে সে বাজারে ভিড়ও জমায় ক্রেতা ৷ কিন্তু না-মেলে সেই সেলে আকর্ষণীয় ছাড়, না-হয় চোখে পড়ার মতো ব্যবসা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যবসায়ীদের অভিজ্ঞতা বলছে, বরাবরের চৈত্র সেলের বাজারে এখন জোর থাবা বসিয়েছে অনলাইন বিকিকিনির অভ্যাস ৷ অবশ্য দশক ঘুরতে চলল, বর্ষশেষের এই ছাড়ের বাজার ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল শপিং মলের রমরমায় ৷ কিন্তু গত কয়েক বছরে সেই লেখচিত্রের ক্রমাগত অধোগতিতে প্রায় নাভিঃশ্বাস ওঠার জোগাড় মাঝারি ও ছোট ব্যবসায়ীদের ৷ তাঁদেরর পর্যবেক্ষণ, আত্মীয়স্বজনের মধ্যে নববর্ষের উপহার দেওয়ার যে রীতি বরাবর ছিল, বিলুপ্তপ্রায় যৌথ সংসারের জেরে তা এখন বারোআনাই ম্রিয়মান ৷ তবুও পয়লা বৈশাখের আগে ‘চৈত্র সেল’চিরন্তন ও অকৃত্রিম ৷

advertisement

বাংলা খবর/ খবর/ফিচার/
অনলাইন কেনাকাটার ধাক্কায় মার খাচ্ছে বঙ্গজীবনের অঙ্গ ‘চৈত্র সেল’