কিন্তু এই সময়টাতেই সবচেয়ে বেশি কাজ থাকে শিল্পীদের। তবে মৃৎশিল্পীরা নিশ্চিন্তে নেই, সে কাজ যতই থাকুক। তাঁদের বিক্রিতেও মন্দা দেখা দিয়েছে। মৃৎশিল্পীরা বলছেন, ভঙ্গুর মাটির সঙ্গে টেকসই পিতল ও তামার জিনিস বাজার দখল করে নিচ্ছে। ভাল মাটিও অমিল। তাই ব্যস্ততার মধ্যে দুশ্চিন্তাও আছে। তাই তাদের প্রতিযোগিতা বেড়ে গিয়েছে অনেক বেশি। কিন্তু মাটির প্রদীপ ছাড়া দুর্গা পুজো কেন কোনও পুজোই সম্ভব না। তাই পিতল, তামা যতই চকচক করুক। চকচক করলেই তো আর সোনা হয় না। কথায় বলে, ওল্ড ইজ গোল্ড। তাই মাটির সামগ্রী যতই পুরোন হোক, তাকে সোনার মতই যত্ন করবে উৎসব পার্বণ।
advertisement
Location :
First Published :
September 13, 2019 10:17 PM IST
