মেক-আপ করার আগে বেসিক কতগুলি নিয়ম মানতে হবে। প্রথমেই ভাল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করুন। তারপর স্ক্রাবার দিয়ে স্ক্রাব করুন। এরপর টোনার দিয়ে মুখ পরিস্কার করুন। ভাল করে মুখ পরিস্কার হয়ে গেলে মুখে বরফ ঘষুন কিছুক্ষণ। এরপর প্রাইমার লাগান মুখে। প্রাইমার ছাড়া মেক আপ কখনই দীর্ঘস্থায়ী হয় না। এর পর যদি মুখে কোথাও কোনও কাটা দাগ থাকে বা ছোপ থাকে তাহলে তার ওপর কনসিলর লাগিয়ে নিন। স্কিন টোন অনুযায়ী কনসিলার লাগান। তারপর ফাউন্ডেশন নিয়ে ফোটা ফোটা করে সারা মুখে লাগান। এবার স্পঞ্জ দিয়ে মুখে ফাউন্ডেশন ট্যাপ করুন। ফাউন্ডেশন ঘষবেন না। মুখে থুপে থুপে ফাউন্ডেশন মেশান। এর পর চোখ আঁকুন। বা মুখের অন্য মেক আপ করুন। এভাবে করলে মেক-আপ দীর্ঘ-স্থায়ী হবে। আপনি নিশ্চিন্তে প্যান্ডেলে ঘুরতে পারবেন।
advertisement
Location :
First Published :
Sep 20, 2019 7:53 PM IST
