সত্যজিৎ রায় একবার বলেছিলেন, " নায়কের গল্প আমি ভাবি উত্তমকে দেখেই। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। সিনেমা করার স্বপ্ন দেখে। তারপর সে অভিনয় করতে শুরুও করে। এবং সাফল্যের শিখরে পৌঁছে যায়। এই মানুষটার মনের সব রকম ভাবনা গুলোই ছিল নায়কের বিষয়।" তবে নায়কের গল্প শুনেই উত্তম রাজি হয়ে গিয়েছিলেন অভিনয় করতে। আর সেই জন্যই 'নায়ক' উত্তমের জীবনের সেরা একটি ছবি। তবে সত্যজিৎ কাজ করতে চাইতেন উত্তমকে নিয়ে। কিন্তু তেমন গল্প ছিলনা বলেই লেগেছিল ১২ বছর।
advertisement
Location :
First Published :
Jul 24, 2019 4:24 PM IST
