তবে ঘুম থেকে তোলার লোকও ছিল। ব্রিটেনে কিছু মানুষকে চাকরিতে রাখা হত। তাঁদের কাজ ছিল মানুষকে ঘুম থেকে তোলা। তখনও ঘড়িতে অ্যালার্ম তৈরি হয়নি। এই কাজ পুরুষ মহিলা উভয়েই করতেন। তাঁরা সকাল সকাল চলে আসতেন সেই সব বাড়িতে যারা চাইতেন টাইমে ঘুম থেকে উঠতে। বাড়িতে এসে তারা প্রথমে লাঠি দিয়ে জানালা বা দরজায় আওয়াজ করতেন, যতক্ষণ না ঘুম ভাঙে। নয়তো বাঁশি বাজিয়েই যেতেন। ঘুম ভাঙার পরই পাওয়া যেত তাঁদের হাত থেকে নিস্তার। এই পেশার নাম ছিল knocker-up । এই কাজ যারা করতেন তারা সকলেই পেতেন টাকা। না তাঁরা নাইটগার্ড নন। তাঁরা করতেন ঘুম ভাঙানোর কাজ। তবে এখন আর এই পেশার কোনও অস্তিত্ব নেই। কেউ করেনও না এই কাজ। কারণ যুগের সঙ্গে তো কত কিছুই হারায়। তেমনই হারিয়েছে ঘুম ভাঙানি গান শোনানো লোকগুলোও।
advertisement
Location :
First Published :
February 05, 2020 4:05 PM IST
