কী থাকছে এই অ্যাপে?
mYoga নামের এই অ্যাপটি বাড়ির যে কোনও জায়গায় রেখে যোগচর্চা করা যাবে। ইউজাররা তাঁদের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। এতে নানা ভাষায় ভিডিও এবং অডিও-তে যোগচর্চা করানো হবে। ১২ থেকে ৬৫ বছরের প্রত্যেক ইউজারের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে।
অ্যাপটি কী ভাবে তৈরি করা হয়েছে?
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, অ্যাপটি তৈরি করার সময় প্রাচীন যোগবিজ্ঞানের সাহায্য ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে।
এই অ্যাপটিতে কারা যুক্ত রয়েছেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অ্যাপটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়াও আয়ুর্বেদ (Ayurveda), যোগা (Yoga), ন্যাচরোপ্যাথি (Naturopathy), ইউনানি (Unani), সিদ্ধ (Siddha) এবং হোমিওপ্যাথি চিকিৎসা সংস্থা (Ministry of AYUSH) এই অ্যাপে যুক্ত হয়েছে।
তথ্যের গোপনীয়তা কেমন?
এই অ্যাপ্লিকেশনের ইউজারদের থেকে কোনও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে না। শুধু প্রতি দিন ১২ থেকে ৬৫ বছরের প্রত্যেক ইউজারকে যোগব্যায়ামের পরামর্শ দেওয়া হবে।
অ্যাপে কী কী ভাষা রয়েছে?
বর্তমানে mYoga অ্যাপ্লিকেশনে ইংরেজি (English), হিন্দি (Hindi) এবং ফ্রেঞ্চ (French) ভাষা রয়েছে। জাতিসংঘের অন্যান্য ভাষাগুলিতে কাজ চলছে। আগামীতে সেগুলিও চলে আসবে।