TRENDING:

Jet Airways: আকাশে উড়তে প্রস্তুত জেট এয়ারওয়েজ, নতুন মালিক কারা?

Last Updated:

Jet Airways ready to return to the skies: নানা মহলে প্রশ্ন উঠেছে জেট এয়ারওয়েজের নতুন মালিক কে হবে। এই প্রসঙ্গে মুরারি লাল জালানের নাম সামনে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দুই বছরের বেশি সময় ধরে পরিষেবা বন্ধ রাখার পর ফের আকাশে উড়তে প্রস্তুত জেট এয়ারওয়েজ (Jet Airways)। চলতি বছরেই বিমান পরিষেবা চালু করতে পারে জেট এয়ারওয়েজ। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) কালরোক-জালান কনসর্টিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে। যা সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) শিল্পপতি মুরারি লাল জালান (Murari Lal Jalan) ও ইউকে-র (UK) কোম্পানি কালরক ক্যাপিটাল-এর (Kalrock Capital) নেতৃত্বে একটি কনসর্টিয়াম থেকে এসেছে। গত অক্টোবর মাসে কালরোক-জালান পাওনাদার কমিটির কাছে প্রস্তাব পেশ করেছিল। এর পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছে জেট এয়ারওয়েজের নতুন মালিক কে হবে। এই প্রসঙ্গে মুরারি লাল জালানের নাম সামনে এসেছে। কারণ ইউএসএ, ভারত, রাশিয়া ও উজবেকিস্তানের মতো দেশে তিনি রিয়েল এস্টেট বিজনেসের বড় ব্যক্তিত্ব। অন্য দিকে অর্থনীতির বিশেষজ্ঞরা তাঁকে আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন ভারতীয় উদ্যোগপতি হিসেবে দেখে। তবে এখনও এটা পরিষ্কার নয়, যে জালান জেট এয়ারওয়েজের অরাইটস বোর্ডের (orits board) সদস্য হবেন কি না।
advertisement

৮০-র দশকে জালান তাঁর পারিবারিক বিজনেস কলকাতায় শুরু করেছিলেন। ২০০৩ সালে কলকাতায় কানোই পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে (Kanoi Paper and Industries) দাঁড় করিয়ে পরে তার নতুন নাম দিয়েছিলেন অ্যাজিও পেপার (Agio Paper)। বর্তমানে এই কোম্পানি ছত্তিসগঢ়-এর বিলাসপুরে রয়েছে। এর পর তিনি দুবাই চলে যান এবং রিয়েল এস্টেট সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সংস্থা বর্তমানে উজবেকিস্তানে বেড়ে উঠছে।

advertisement

Business World-এর মতে, ২০১৫ সালে, জালান অ্যাসোসিয়েটস হেলথ সার্ভিসেস (Associates Health Services) নামে একটি কোম্পানির ৭৫ কোটির শেয়ার হোল্ডার হন। এই কোম্পানি ড. নরেশ ত্রিহান-এর (Dr Naresh Trehan) ছিল। ত্রিহান জালানকে দিয়ে দুবাইতে একটি হাসপাতাল চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে এই পরিকল্পনা কাজে আসেনি।

অন্যদিনে নাম উঠে এসেছে ক্যালরক ক্যাপিটাল-এর মালিক ফ্লোরিয়ান ফ্রিটস-এর (Florian Fritsch)। এই সংস্থার সদর দফতর লন্ডনে। এটাও একটা রিয়েল এস্টেট কোম্পানি। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত বিশেষ ক্ষেত্রে এর অবদান রয়েছে। এই সংস্থা ও এর পার্টনাররা ফিনান্স, মার্কেটিং, ম্যানেজেরিয়াল বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শ দেয়। পুরো টিম ২০ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জেট এয়ারওয়েজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), ইয়েস ব্যাঙ্ক (Yes Bank), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) সহ আরও অন্য ঋণদাতাদের ৭.৪০৭ কোটির দাবি পূরণ করতে রাজি হয়েছে। নতুন পরিচালনা কমিটি ৩০টি বিমান নিয়ে ফের বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। বিমান সংস্থাটি ফের চালু করার জন্য সমস্ত নিয়ামক সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে কনসর্টিয়ামকে ৯০ দিন দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/Explained/
Jet Airways: আকাশে উড়তে প্রস্তুত জেট এয়ারওয়েজ, নতুন মালিক কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল