মরক্কোর একদল বিজ্ঞানী এই বিষয়টি নিয়ে রিসার্চ করতে গিয়ে জানা গেছে গলায় অসম্ভব হালকা অথচ ওজন বহনকারী ক্ষমতা থাকত ওই লম্বা গলায়৷ কারিয়াদ উইলিয়ামস এই বিষয়ে রিসার্চ করে তা প্রকাশ করেন আই সায়েন্স জার্নালে৷ গলার এই বিশেষ গঠন তাঁরা সিটি স্ক্যানের জন্য পাঠান৷ যা ফলাফল আসে তাতে তারা চমকে যান৷ এই ধরণের অদ্ভুত গঠন তাঁরা কখনই দেখননি তারা জানিয়েছন একেবারে সবকিছুর থেকে আলাদা তাদের এই গলার গঠন৷ এমনটা মত ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্টুডেন্টর৷
advertisement
আধুনিক কালে বা পুরনো সময় কোনও দিনই এই ধরণের গলা দেখা যায়নি৷ নিউরাল টিউব দিয়ে নিজের মেরুদণ্ডে নিজের স্নায়ুতন্ত্র বয়ে নিয়ে যেত৷ সেটা মধ্যিখানে ছিল৷ হাড়ের এদিক ওদিক গঠিত ছিল৷ বাই সাইকেলের স্পোক যেরকম থাকে সেভাবেই হাড় এদিক ওদিকে থাকত৷ হেলিক্সের মতো গঠনে এটাই তাকে লম্বা ঘাড় বয়ে নিয়ে যেতে দিত৷ পাশাপাশি সেটাই এই লম্বা গলাকে শক্তি দিত৷ ৯০ শতাংশ ওজন বহন করার ক্ষমতা রাখত এই গলাটা৷
এই যে সব তথ্য পাওয়া গেছে তার থেকে আরও রিসার্চের বিষয়টি দেখাচ্ছে৷