‘চিরদিনই তুমি যে আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, :পরান যায় জ্বলিয়া’ তালিকা দীর্ঘ। শেষ বাংলা গানও গেয়ে গেলেন জিতের ছবির জন্য। ‘সে তো আজও বোঝেনা’ ছবিতে গান গেয়েছেন জুবিন। সোহম চক্রবর্তী অভিনীত ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে জুবিনের গান স্টুডিওতে বসে মিক্স করছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি
তখনই সিঙ্গাপুর থেকে জুবিনের মৃত্যু সংবাদ তিনি পান। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে আর কোনওদিন তাঁর দেখা হবে না। তাঁর সুর করা ছবিতে আর কোনওদিন গান গাইবেন না জুবিন। মুম্বই থেকে নিউজ 18 বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপ্রকার কেঁদে ফেললেন জিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ‘মোদি ও ভারত আমার খুব কাছের’, অক্টোবরে সাক্ষাতের আগেই কি সুর নরম ট্রাম্পের? ‘বন্ধুত্ব’ নিয়ে জল্পনা
সোশ্যাল মিডিয়ায় জুবিনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন দেব ও সঙ্গীত পরিচালক-গায়ক প্রীতম চক্রবর্তী। দেব লিখেছেন, ‘তোমাকে মিস করব, শান্তিতে থেকো’। প্রীতম চক্রবর্তী লিখেছেন, ‘দুর্ঘটনায় জুবিন প্রাণ হারিয়েছে, এমন ঘটনা অবিশ্বাস্য ও দুঃখজনক। আমি এখনও বিশ্বাস করার চেষ্টা করছি। সমবেদনা জানাই গরিমা ও পরিবারকে। ওম শান্তি’।
মানস বসাক