TRENDING:

ZNMD reunion video: ১০ বছর পরেও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ম্যাজিক চলছেই, দেখুন রিউনিয়ন ভিডিও

Last Updated:

Zindagi Na Milegi Dobara reunion video: অংশ নিয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ, ছবির পরিচালক জোয়া আখতার, রীমা কাগতি এবং প্রযোজক ঋতেশ সিধওয়ানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ‘জিন্দেগি না মিলেগি দোবারা’... হ্যাঁ সেই তিন বন্ধুকে নিয়ে ছবি ৷ সেই স্পেনে ব্যাচেলার ট্রিপ ৷ সিনেমাটি রিলিজ হওয়ার পর দশ বছর কেটে গেলেও এখনও যেন এতটুকু পুরোনো হয়নি জোয়া আখতারের ছবিটি ৷ যতবারই আপনি এই সিনেমা দেখবেন, ততবারই যেন জীবনকে নতুনভাবে চিনতে শিখবেন। তাই এখনও, এই বর্তমান সময়েও দর্শককে সমানভাবে টানে সিনেমার নানান দৃশ্য। জিন্দেগি না মিলেগি দোবারা-র ১০ বছর পূর্তিতে একটি ডিজিটাল রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল ৷ যেখানে অংশ নিয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল , ক্যাটরিনা কাইফ, ছবির পরিচালক জোয়া আখতার, রীমা কাগতি এবং প্রযোজক ঋতেশ সিধওয়ানি ৷
advertisement

দেখুন ভিডিও:-

অনুষ্ঠানের সঞ্চালক বীর দাসের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ছবির কলাকুশলীরা প্রত্যেকেই জানালেন শ্যুটিংয়ের সময়ে তাঁদের নানা অভিজ্ঞতার কথা ৷ এই ছবিটি যে তাঁদের সবার কাছেই অত্যন্ত স্পেশাল তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই ছবির সিক্যুয়েল আসবে কী না, তা অবশ্য সময়েই বলবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্যাটরিনা যেমন জানালেন, ছবিতে ডিপ সি ডাইভিংয়ের দৃশ্যে শ্যুটিং করার সময় তিনিই সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন ৷ কারণ বাকিরা মোটামুটি ডাইভিংয়ের ব্যাপারে কিছু জানলেও তিনি একেবারেই তা জানতেন না ৷ প্রচণ্ড ভয় ভয়েই পুরো শ্যুটিংটা করেছিলেন তিনি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ZNMD reunion video: ১০ বছর পরেও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ম্যাজিক চলছেই, দেখুন রিউনিয়ন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল