২৬ সেপ্টেম্বর ছিল দেব আনন্দের ১০০তম জন্মদিন। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর রোম্যান্টিক ছবি এবং গানের জন্য। তবে তিনি যে কেবল পর্দায় রোম্যান্টিক ছিলেন তেমনটা কিন্তু একদমই নয়। তিনি বাস্তবেও একই রকম প্রেমিক পুরুষ ছিলেন। সবসময় ভালবাসায় মজে থেকেছেন বলেই ২০০৮ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন। কিন্তু সবসময় ভালবাসায় থেকেছেন, ভালবেসেছেন মানে এটা নয় যে তিনি সেই মহিলাদের সঙ্গে সহবাস করেছেন।
advertisement
আরও পড়ুন: সারা বিশ্ব নেচেছে ‘তুনাক তুনাক তুন’ গানে, মানব পাচারে দোষী দলের মেহেন্দি এখন কোথায়? বড় খবর!
শোনা যায় হরে রাম হরে কৃষ্ণ ছবিতে কাজ করতে গিয়ে সহ অভিনেত্রী জিনাত আমানের প্রেমে পড়েন দেব আনন্দ। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন যে না চাইতেও তাঁরা ইমোশনালি জুড়ে গিয়েছিলেন একে অন্যের সঙ্গে। একটা সময় অনুভব করেছিলেন যে তিনি জিনাত আমানকে ভীষণ ভালবেসে ফেলেছেন কিন্তু তিনি কখনই জিনাতকে প্রপোজ করে উঠতে পারেননি। কারণ তিনি জানতে পেরেছিলেন নায়িকা রাজ কাপুরের গুণে তখন মুগ্ধ। প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে নায়ক আয়ুষ্মান, নিজে মুখে জানিয়েও ধোঁয়াশা রাখলেন মহারাজ!
দেব আনন্দের ১০০তম জন্মদিনে ইনস্টাগ্রামে পুরনো ছবি পোস্ট করে ‘হিরা পান্না’ অভিনেত্রী লেখেন, ‘দেব সাহেবের ১০০তম জন্মদিন উদযাপন করছি ৷ তিনি ছিলেন স্টাইলিশ, নম্র ও অসাধারণ একটা মানুষ ৷ আসলে তাঁকে কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না ৷ তাঁর ট্যালেন্টের তুলনা হয় না ৷ তিনি নিজের কেরিয়ার যেমন আকাশচুম্বী গড়ে তুলেছিলেন তেমনই আমার কেরিয়ার তৈরি করেছেন ৷ আমাকে যখন কেউ তাঁর সম্পর্কে বলতে বলে, আমার ভাল লাগে ৷ আমি এর আগে অনেকবার বলেছি ৷ আরও কিছু বলতে চাই ৷’