রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। তাঁর প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়ে ছিল। সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে তবলাবাদক প্রয়াত হয়েছেন।
আরও পড়ুন– শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি, রাজ্যে ফের কিছুটা কমতে পারে শীত
advertisement
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
রবিবার বিকেলে শিল্পীর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে শারীরিক অসুস্থতার কথা প্রথম জানানো হয়। বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়। শেষরক্ষা অবশ্য হল না ৷ ৭৩ বছর বয়সে প্রয়াত তবলার জাদুকর ৷