TRENDING:

World Music Day 2022: আলিয়া ভাট থেকে শ্রদ্ধা কাপুর, বি-টাউনের এই অভিনেতারা তাঁদের ছবিতে গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন

Last Updated:

World Music Day 2022 :

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলিউডে রয়েছেন বেশ কয়েকজন মাল্টি-ট্যালেন্টেড অভিনেতা। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানেও সেনশেসন তৈরি করেছেন তাঁরা। প্রত্যেকেই নিজের জায়গায় সেরাটা দিয়েছেন। এই ৯ অভিনেতা বলিউডে প্লে-ব্যাক করেও সব পরিমাণ শুভেচ্ছা কুড়িয়েছিল দর্শকদের থেকে।
advertisement

শ্রদ্ধা কাপুর 'এক ভিলেন' ছবির গান 'গালিয়ান'-এর আনপ্লাগ গানটি গেয়েছিলেন। দর্শকদের কাছ থেকে প্রচুর পুরস্কার কুড়িয়েছিলেন অভিনেত্রী।

আলিয়া ভাটের ঝুলিতে একাধিক গান... সামঝাওয়ান, ইক কুড়ি, হামসাফার, সবকটি গানই প্রশংশা পেয়েছিল প্রচুর।

প্রিয়ঙ্কা চোপড়া বিদেশে গিয়ে ওয়েস্টার্ণ ক্লাসিকাল মিউজিক শিখেছেন। এক্সটিক, পিটবুল এবং ইন মাই সিটি'তে গান গেয়ে তিনি অবাক করে দিয়েছিলেন দর্শকদের।

advertisement

সিলসিলার রঙ্গ বরসে গানের গলা যে অমিতাভ বচ্চনেরই, তা কি আপনি জানতেন? প্রতি হোলিতে এখনও এই গান ছাড়া কাটে না।

শ্রুতি হাসান অভিনয়ের সঙ্গে সঙ্গে একাধিক গানে প্লেব্যাক করেছেন দক্ষিণের সিনেমায়।

আরও পড়ুন: ফের মাদক চক্রান্ত! শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে তলব করল বেঙ্গালুরু পুলিশ

অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতারকে ২০০৮-এর রক অন সিনেমায় প্রথম দেখা গিয়েছিল। সেনোরিটা এবং জিন্দেগি না মিলেগি দোবারাতে তাঁকে গাইতে শোনা গিয়েছিল।

আরও পড়ুন: অভিনয়ে অনবদ্য রণবীর, তবে 'শামশেরা'র শাপমুক্তি ঘটল কই!

হৃত্ত্বিক রোশন:

ফারহান আখতারের সঙ্গে সেনোরিটা এবং জিন্দেগি না মিলেগি দোবারাতে গান গেয়েছিলেন অভিনেতা।

আয়ুষ্মান খুরানা:

মাল্টি ট্যালেন্টেড অভিনেতা আয়ুষ্মান খুরানার একাধিক মিউজিক ভিডিয়ো রয়েছে। পানি দ্য রং থেকে নাচ গোরিয়ে একাধিক গানে দর্শকদের মন কেড়ে নিয়েছেন ইনি।

সলমন খান:

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

একাধিক গানে সলমান খান প্লে-ব্যাক করেছেন, ম্যাইন তেরা হিরো, জাগ ঘুমেয়া থেকে হ্যাঙ্গওভারে গান করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
World Music Day 2022: আলিয়া ভাট থেকে শ্রদ্ধা কাপুর, বি-টাউনের এই অভিনেতারা তাঁদের ছবিতে গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল