TRENDING:

Monami Ghosh Live: সিরিয়ালে লিড রোল, ছবিতে কেন পার্শ্ব চরিত্রে? মনামীর উত্তর...

Last Updated:

Vitamin M নিয়ে এসেছেন মনামী ঘোষ৷ নায়িকা হয়েছেন গায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মনামী ঘোষ (Monami Ghosh) ভাল অভিনেত্রী৷ সাতকাতন ধারাবাহিকে অভিনয় দিয়ে শুরু তাঁর অভিনয়৷ সেই থেকে শুরু৷ ১৯৯৭ থেকে অভিনয় জগতে পা রেখেছেন তিনি৷ ২৫টা বছর পেরিয়ে তিনি এখন যথেষ্ট পরিচিত৷ বাংলা ধারাবাহিকে খুবই জনপ্রিয় তিনি৷ বেশ কয়েকটি ধারাবাহিকে তিনিই ছিলেন লিড৷ ছবিতেও কাজ করেছেন মনামী৷ তবে মুখ্য ভূমিকায় নয়৷ কেন?
advertisement

অভিনেত্রীকে প্রশ্ন করতেই তিনি জানালেন যে, এই উত্তর নেই তাঁর কাছে৷ যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করেন, নিজেই সে কথা বললেন৷ তবে ছবিতে কেন লিড চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান না, তা সরাসরি News18 বাংলার লাইভে এসে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালকদের উদ্দেশ্যে৷ "কেন আমায় ছবিতে সেভাবে কাজ দেওয়া হয় না, সেটা পরিচালকদের জিজ্ঞাসা করুন৷ আমি জানি না৷" সোজাসাপ্টা উত্তর ইরাবতীর চুপকথার ইরার৷

advertisement

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বেলাশুরু ছবিতে৷ সৌমিত্র-স্বাতীলেখার মেয়ের ভূমিকায় ছিলেন মনামী৷ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে৷ এছাড়ার ছবিতে টাপা টিনি গানটির সঙ্গ দারুণ নেচেছেন মনামী৷ ইতিমধ্যেই টাপা-টিনি গার্ল হিসেবে সকলে তাঁকে ডাকতে শুরু করেছেন৷ ছবির প্রচারেও সর্বত্র টাপা টিনি গানের সঙ্গে পারফর্ম করেছেন মনামী ঘোষ৷ তবে আপাতত তিনি ব্যস্ত ভিটামিন এম নিয়ে৷ তিনি বলছেন "পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব৷"

advertisement

আরও পড়ুন Alia Bhatt Baby Bump: সন্তান আসছে, শরীরে ছাপ স্পষ্ট আলিয়ার, গাড়িতেই স্বামী রণবীরকে আলত আদর, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Vitamin M নিয়ে এসেছেন মনামী ঘোষ৷ নায়িকা হয়েছেন গায়িকা৷ এটাই তাঁর প্রথম গান৷ এতদিন তিনি শুধুমাত্র অভিনয় করেছেন৷ ধারাবাহিক থেকে বাংলা ছবি, সবতেই সাবলীল মনামী৷ তিনি ভাল নাচেন, সেটা সকলের জানা৷ তবে গান গাইতে পারেন, সেটা জানা গেল সম্প্রতি৷ ভিটামিন এম গেয়ে তিনি ভাল সাড়া পেয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Monami Ghosh Live: সিরিয়ালে লিড রোল, ছবিতে কেন পার্শ্ব চরিত্রে? মনামীর উত্তর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল