অভিনেত্রীকে প্রশ্ন করতেই তিনি জানালেন যে, এই উত্তর নেই তাঁর কাছে৷ যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করেন, নিজেই সে কথা বললেন৷ তবে ছবিতে কেন লিড চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান না, তা সরাসরি News18 বাংলার লাইভে এসে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালকদের উদ্দেশ্যে৷ "কেন আমায় ছবিতে সেভাবে কাজ দেওয়া হয় না, সেটা পরিচালকদের জিজ্ঞাসা করুন৷ আমি জানি না৷" সোজাসাপ্টা উত্তর ইরাবতীর চুপকথার ইরার৷
advertisement
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বেলাশুরু ছবিতে৷ সৌমিত্র-স্বাতীলেখার মেয়ের ভূমিকায় ছিলেন মনামী৷ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে৷ এছাড়ার ছবিতে টাপা টিনি গানটির সঙ্গ দারুণ নেচেছেন মনামী৷ ইতিমধ্যেই টাপা-টিনি গার্ল হিসেবে সকলে তাঁকে ডাকতে শুরু করেছেন৷ ছবির প্রচারেও সর্বত্র টাপা টিনি গানের সঙ্গে পারফর্ম করেছেন মনামী ঘোষ৷ তবে আপাতত তিনি ব্যস্ত ভিটামিন এম নিয়ে৷ তিনি বলছেন "পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব৷"
Vitamin M নিয়ে এসেছেন মনামী ঘোষ৷ নায়িকা হয়েছেন গায়িকা৷ এটাই তাঁর প্রথম গান৷ এতদিন তিনি শুধুমাত্র অভিনয় করেছেন৷ ধারাবাহিক থেকে বাংলা ছবি, সবতেই সাবলীল মনামী৷ তিনি ভাল নাচেন, সেটা সকলের জানা৷ তবে গান গাইতে পারেন, সেটা জানা গেল সম্প্রতি৷ ভিটামিন এম গেয়ে তিনি ভাল সাড়া পেয়েছেন৷