'মিঠাই' ধারাবাহিকের অধঃপতন দেখে চমকে উঠেছে দর্শকেরা। একটানা বাংলা সেরা খেতাবের অধিকারীর নম্বর প্রতি সপ্তাহে নীচের দিকে। গত সপ্তাহে মোদক পরিবারের নম্বর ছিল ৭.৫, ছিল পঞ্চম স্থানে। এ সপ্তাহে ৭.২। তবে সেরা দশের মধ্যে আর একটু উপরে উঠেছে বটে। এ বার 'আলতা ফড়িং' এবং 'গাঁটছড়া'র সঙ্গে চতুর্থ স্থান দখল করেছে আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডু।
advertisement
আরও পড়ুন: জাদু হারাল 'মিঠাই', 'বাংলার সেরা' এখন পঞ্চমে, কোন ৪টি মেগা টপকালো মোদক পরিবারকে?
তবে এ সপ্তাহের মূল চমক অপরাজিতা আঢ্য। পঞ্চম স্থান দ্বিতীয়তে উঠে এসেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। গত সপ্তাহে পেয়েছিল ৭.৫। এ সপ্তাহে ৭.৭।
অন্য দিকে খুব তাড়াতাড়ি সেরা দশে জায়গা করে নিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। ছোট্ট বোধির বুদ্ধির খেলায় মজেছেন বাংলার দর্শক। ৬.০ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: 'মিঠাই' নিয়ে যা বলেছি, মিলেছে! উচ্ছেবাবুর সঙ্গে সম্পর্ক নিয়েও দিলখোলা ইন্দ্রাশিস
বাকি কোন কোন ধারাবাহিক সেরা দশে জায়গা করে নিল? দেখে নিন TRP তালিকা-
প্রথম | ধুলোকণা (৮.৪) |
দ্বিতীয় | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭) |
তৃতীয় | গৌরী এলো (৭.৩) |
চতুর্থ | মিঠাই (৭.২), আলতা ফড়িং (৭.২) এবং গাঁটছড়া (৭.২) |
পঞ্চম | অনুরাগের ছোঁয়া (৬.৫) |
ষষ্ঠ | মন ফাগুন (৬.১) |
সপ্তম | উমা (৬.০) এবং বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০) |
অষ্টম | এই পথ যদি না শেষ হয় (৫.৯) |
নবম | আয় তবে সহচরী (৫.৩), লালকুঠি (৫.৩) এবং খেলনা বাড়ি (৫.৩) |
দশম | উড়ন তুবড়ি (৪.৫) |