সদ্য অনুষ্ঠিত হওয়া গ্রাজিয়া মিলেনিয়া অ্যাওয়ার্ড শো-তে এমনই এক সাহসী লুকে ধরা দিলেন উরফি। সবুজ রঙের শাড়ির সঙ্গে পরেছিলেন সোনালী রঙের ব্রেস্ট প্লেট টপ। এক বিশেষ ধরনের প্লাস্টার দিয়ে তৈরি করা হয় ব্রেস্ট প্লেট টপ। ব্লাউজটি তৈরির পুরো পদ্ধতিও উরফি তাঁর ইনস্টাগ্রাম পেজে দিয়েছেন।
আরও পড়ুন: বাকি টাকা দেব না, পিকনিক করব! সাহানাকে ডেকে অপমান শিক্ষকদের, বিস্ফোরক গায়িকা
আরও পড়ুন: পাঁচ বছর আবার একজোট সৃজিত-জয়া, ‘মুখিয়ে আছি’, একান্ত কথোপকথনে কী বললেন পরিচালক
উরফি জাভেদ। বিতর্ক যাঁর পিছু ছাড়ে না। ‘অদ্ভুত’ সব পোশাক পরে প্রায় প্রতিদিনই শিরোনামে উঠে আসেন তিনি। কখনও অ্যালুমিনিয়াম ফয়েলের পোশাক, কখনও আবার শুধু হাত দিয়েই উন্মুক্ত বক্ষ আড়াল করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন উরফি। পোশাক নিয়ে নেহাত কম সমস্যায় পড়তে হয়নি উরফিকে। আইনি জটিলতাতেও পড়েছেন উরফি। পেয়েছেন একাধিক হুমকি। উরফি যদিও হার মানার পাত্রী নন। তিনি চলেন নিজের শর্তে।