TRENDING:

মীনা কুমারিকেও শুনতে হয়েছিল তিন তালাক !

Last Updated:

খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷ অল্প দিনের মধ্যেই নিজের ঝুলিতে পুরে ফেলেছিলেন প্রচুর হিট ছবি ৷ তবে ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না তাঁর ৷ সিনেমার ট্র্যাজেডি ক্যুইন, নিজের জীবনেও হয়ে উঠেছিলেন ঠিক একই রকম ৷
advertisement

ভারতে আর বৈধ নয় তিন তালাক। ঐতিহাসিক রায়ে জানাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আজ প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চ জানিয়েছে, মুসলিম সমাজে প্রচলিত তাৎক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক।

তবে এত দিন পড়ে এই রায় হলেও এই তিন তালাকে ভুক্তভোগি অনেকেই ৷ যার মধ্যে ছিলেন মীনা কুমারিও ৷

পরিচালক কমল আমরোহি-র সঙ্গে বিয়ে হয়েছিল মীনা কুমারির ৷ ১৯৫২ সালে ‘পাকিজা’ ছবির পর কমল আমরোহির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় মীনা কুমারি ৷ তারপরই নিকাহ ৷ কিন্তু কিছু বছরের মধ্যেই দু’জনের সম্পর্কে ভাঙন শুরু হয় ৷ আর সেই সময় কমল আমরোহি ‘তিন তালাক’ শব্দ উচ্চারণ করে ৷ আর তার পরেই, বিবাহ বিচ্ছেদ হয় মীনা কুমারির ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শোনা যায় এরপরই আমান উলাহ খানের সঙ্গে নিকাহ হয় মীনা কুমারির ৷ যিনি জিনত আমনের বাবা ছিলেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মীনা কুমারিকেও শুনতে হয়েছিল তিন তালাক !