TRENDING:

Karan-Tejasswi: ‘মেয়েকে এবার নিয়ে যেতে পারো’, প্রথম আলাপেই করণ কুন্দ্রাকে এ কী বললেন তেজস্বী প্রকাশের মা…

Last Updated:

Karan-Tejasswi: এদিকে শোনা যাচ্ছে যে, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তেজস্বী এবং করণ। যদিও অভিনেতা কিংবা অভিনেত্রীর তরফে বিয়ের দিনক্ষণ সম্পর্কিত বিষয়ে কোনও সীলমোহর পড়েনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রুপোলি দুনিয়ার সবথেকে চর্চিত মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম হলেন করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। সকলেই জানেন যে, বিগ বস-এর ঘরেই প্রেমে পড়েছিলেন এই তারকা জুটি। এদিকে শোনা যাচ্ছে যে, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তেজস্বী এবং করণ। যদিও অভিনেতা কিংবা অভিনেত্রীর তরফে বিয়ের দিনক্ষণ সম্পর্কিত বিষয়ে কোনও সীলমোহর পড়েনি। তবে তেজস্বীর মায়ের সঙ্গে প্রথম আলাপের অভিজ্ঞতা তুলে ধরলেন করণ।
News18
News18
advertisement

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রেমিকা তেজস্বী প্রকাশ এবং তাঁর মা-বাবার উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গেল করণ কুন্দ্রাকে। তেজস্বীর মা-বাবা খুবই মিষ্টি, এমনও বলতে শোনা গিয়েছে অভিনেতাকে। আর তাঁদের সঙ্গে প্রথম আলাপেই ৩০ মিনিট কাটাতে পেরেছিলেন করণ। তখনই না কি অভিনেত্রীর মা জানিয়েছিলেন যে, করণ তাঁর কন্যাকে নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন-কয়েকশো গুণ ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! শনির উদয়ে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড!৪ রাশির জ্যাকপট,আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা হাত দেবে তাই সোনা

advertisement

কমেডি ক্যুইন ভারতী সিংয়ের পডকাস্টে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন করণ। তাঁর কথায়, “আমি ৩০ মিনিট মতো তেজস্বী মা-বাবার সঙ্গে কাটিয়েছিলাম। এরপরেই ওর মা বলেন যে, ‘তুমি এখন তোমার সঙ্গে আমার মেয়েকে নিয়ে যেতে পারো’। ওঁরা খুবই মিষ্টি এবং সরল-সাধারণ মানুষ। এমনকী তেজস্বীও খুবই সাধারণ এবং একেবারে মাটির মানুষ। তবে কখনও কখনও ও ঠিক বসের মতো আচরণ করতে থাকে। কিন্তু ওর সেরা গুণ হল, ওকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আসলে আপনি ওকে কোনও কিছুতেই দমাতে পারবেন না। আমি যদি কোনও কিছুর পিছনে থাকে যুক্তি ওর কাছে না ব্যাখ্যা করতে পারি, তাহলে সেটা চলবে না। সেদিক থেকে দেখতে গেলে ও খুবই স্ট্রিট স্মার্ট।”

advertisement

আরও পড়ুন-অর্জুনের সঙ্গে লিভ-ইন, সহবাস অতীত! IPL ম্যাচে পাশে বসেই…! এই ক্রিকেটারের সঙ্গেই নাকি ডেট করছেন মালাইকা? ছবি ভাইরাল

আসলে তেজস্বী প্রকাশের মা ইতিমধ্যেই তেজরন জুটির বিয়ের বিষয়ে সীলমোহর দিয়েছেন। তার পরেই সামনে এল করণের এই সাক্ষাৎকার। আসলে ‘সেলিব্রিটি মাস্টারশ্যেফ’-এ তেজস্বীর মা-কে ফারহা খান প্রশ্ন করেছিলেন যে, “বিয়ে কবে হবে?” জবাবে অভিনেত্রীর মা সীলমোহর দিয়ে জানিয়ে দেন, তাঁর কন্যা এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন। তেজস্বীর মা বলেছিলেন, “এই বছরই হয়ে যাবে।” আর এই কথা শুনেই তেজস্বী প্রকাশকে অভিনন্দন জানান ফারাহ খান। তাতে বেশ লজ্জায় রাঙা হয়েছিলেন অভিনেত্রী। সলজ্জ ভঙ্গিতে বলেছিলেন যে, “এমন কোনও কথা এখনও হয়নি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগে অবশ্য তেজস্বী ছিমছাম ভাবে আইনি বিয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ‘সেলিব্রিটি মাস্টারশ্যেফ’-এর একটি এপিসোডে অভিনেত্রী বলেছিলেন যে, “আমি বড় করে বিয়ের কথা ভাবি না। বরং সাধারণ ছিমছাম আইনি বিয়েই ঠিক আছে আমার জন্য। এরপর আমরা ঘুরব, ফিরব, আনন্দ করব – অনেকটা এই রকম।”

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan-Tejasswi: ‘মেয়েকে এবার নিয়ে যেতে পারো’, প্রথম আলাপেই করণ কুন্দ্রাকে এ কী বললেন তেজস্বী প্রকাশের মা…
Open in App
হোম
খবর
ফটো
লোকাল