TRENDING:

Saurav-Darshana Video: বিয়ের পর বন্ধ ঘরে কী শুরু করছেন সৌরভ-দর্শনা? ভিডিও ভাইরাল হুহু করে

Last Updated:

তাঁদের বিয়ে এবং দাম্পত্য জীবনে নিয়ে সকলেরই খুব বেশি আগ্রহ রয়েছে৷ খুবই তাড়াতাড়ি নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন দু’জন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিয়ে করে জমিয়ে সংসার করছেন সৌরভ-দর্শনা৷ এক মাসও পার হয়নি তাঁদের বিয়ের৷ ১৫ জানুয়ারি বিয়ের এক মাস পার করবেন দুই তারকা৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় সৌরভ দাস৷ দর্শনা বণিকও সমান ভাবে পরিচিত সকলের কাছে৷ ফলে তাঁদের বিয়ে এবং দাম্পত্য জীবনে নিয়ে সকলেরই খুব বেশি আগ্রহ রয়েছে৷
advertisement

খুবই তাড়াতাড়ি নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন দু’জন৷ বিয়ে হয় ধুমধাম করে৷ ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম এবং বিয়ে৷

আরও পড়ুনMithun Chakraborty News: সবই পেয়েছেন, তবু থেকে গিয়েছে আক্ষেপ, টাকা-খ্যাতি থেকেও যা নেই মিঠুনের জীবনে

advertisement

এবার এই দুই তারকাই বন্ধ ঘরে কী করছেন, তা এল প্রকাশ্যে৷ সামনে নিয়ে এলেন সৌরভ দাস নিজেই! দেখা গেল তাঁকে স্ত্রীর সেবা করতে! সৌরভ সব সময় হাসিখুশি৷ মজা করতে ভালবাসেন৷ সেভাবেই তিনি এই ভিডিও করেছেন এবং সেটা দেখেই সকলে মজাই পেয়েছেন৷ এটি একটি রিলস, যা সাধারণত তারকারা করে থাকে৷ এই ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিইউয়ারশিপ বৃদ্ধি পায়, বাড়ে জনপ্রিয়তাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৌরভ-দর্শনার জুটি পছন্দ দর্শকদের৷ এর আগে অনিন্দিতার সঙ্গে সম্পর্ক ছিল সৌরভের৷ লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা এমনকী নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেও সাজান সুন্দর করে৷ তবে সেই সম্পর্ক টেকেনি৷ এরপরই দর্শনার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ে৷ আপাতত সৌরভ ব্যস্ত তাঁর কাজ নিয়ে এবং তার সঙ্গে শুরু হচ্ছে সিসিএল৷ সেখানেই সক্রিয়ভাবে ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saurav-Darshana Video: বিয়ের পর বন্ধ ঘরে কী শুরু করছেন সৌরভ-দর্শনা? ভিডিও ভাইরাল হুহু করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল