নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মিমি৷ যেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামতেই চরম বিপাকে পড়েছেন নায়িকা৷ প্রচন্ড হাওয়ায় উড়ে গেল মিমির পোশাক-টুপি৷ কোনওরকমে টুপি-পোশাক সামলে দৌঁড়ে গিয়ে প্লেনে উঠলেন নায়িকা৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷
প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী৷ বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতেই দেখা যাবে মিমিকে৷ এর আগেও শাকিবের সঙ্গে কাজ করেছেন বাংলার নায়িকা শ্রাবন্তী, ইধিকা৷ এবার পালা মিমির৷ ছবির প্রচারের জন্যই বাংলাদেশের ঢাকাতে এসেছিলেন নায়িকা৷ জোরকদমে চলছে ছবির প্রচার৷ গতকাল বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন মিমি। এরপর রাজধানীর এক পাঁচতারা হোটেলে বিশ্রাম নিয়ে বুধবার সন্ধ্যায় ওয়েস্টিনে সিনেমাটির সংবাদিক সম্মেলনে অংশ নেন তিনি।
শাকিবের সঙ্গে অভিনয় করতে পেরে প্রচন্ড উচ্ছসিত মিমি চক্রবর্তী৷ বাংলাদেশে সিনেমার প্রচারে এসে তা নিজেই জানালেন অভিনেত্রী৷ শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে অভিনেত্রীর বলেন, মেগাস্টার শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা একটি বিরাট বিষয় ছিল আমার জন্য৷ ‘তুফান’ ছবিতেই একসঙ্গে দেখা যাবে মিমি ও শাকিবকে৷ ‘ তুফান’ ছবির প্রচারে এসেই তুফানের জন্যই চরম বেকায়দায় পড়লেন মিমি চক্রবর্তী৷